ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ব্রাসেলসে ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির রেজিস্ট্রশন সম্পন্ন

Link Copied!

ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির জন্য এক ঐতিহাসিক ও গৌরবের দিন আজ।  ইউরোপিয় ইউনিয়ন পার্লামেন্ট ও ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মেনেল মাসালমির সক্রিয় সহযোগিতায় আজ ব্রাসেলসে ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির রেজিস্ট্রশন সুসম্পন্ন হয়েছে।

আজ ৭ মার্চ (মঙ্গলবার) দুপুর ৩টার সময় (ভারতীয় সময়) ম্যানেল মাসালমি অত্র কমিটির সভাপতি শিপন কুমার বসুকে হোয়াটসআপ মেসেজের মাধ্যমে ব্রাসেলসে ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির সভাপতি শিপন কুমার বসু এক সাক্ষাতকারে আমাদের প্রতিনিধিকে জানান, আজ ৭ ই মার্চ, ২০২৩ইং, এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং ঐতিহাসিক দিন। আমাদের সংগঠন এই দিনটিকে সারা জীবন মনে রাখবে এবং এই দিবসটি উপলক্ষে ভবিষ্যতে নানান উত্সব পালনের সম্ভাবনাও রয়েছে।

সেই সাথে তিনি, আবেগ আপ্লুত কন্ঠে ইউরোপিয় ইউনিয়ন পার্লামেন্ট ও ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগল কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মেনেল মাসালমিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এছাড়াও কমিটি প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা মি. মেন্দি সাফাদি, পৃষ্ঠপোষক মেজর জেনারেল গগন দীপ সহ সকল উপদেষ্টা, সদস্য ও শুভাকাঙ্খীদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানান।

You can read more

মি. বসু আরও বলেন, ম্যানেল মাসালমির সাথে সংক্ষিপ্ত আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে, বাংলাদেশ সহ বিশ্বের যে কোন স্থানে শান্তি প্রতিষ্ঠায় তারা একসাথে কজ করবে।

http://www.anandalokfoundation.com/