13yercelebration
ঢাকা

বেয়ারস্টোর ৮০০ টেস্ট রান

admin
August 7, 2016 9:42 am
Link Copied!

ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ডের প্রথম উইকেটকিপার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ৮০০ টেস্ট রান করেছেন জনি বেয়ারস্টো।

পাকিস্তানের বিপক্ষে এজবাস্টন টেস্টের চতুর্থ দিনে ষষ্ঠ উইকেটে মঈন আলীর সঙ্গে ১৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ৮২ রানে অপরাজিত আছেন বেয়ারস্টো।

এ বছর তার রান এখন ৮৫৫। এক পঞ্জিকাবর্ষে এটাই এখন কোনো ইংলিশ উইকেটকিপারের সর্বোচ্চ।

আগের সর্বোচ্চ ছিল ম্যাট প্রায়রের ৭৭৭ রান। প্রাক্তন উইকেটকিপার যেটি করেছিলেন ২০১২ সালে। এবার তাকে ছাড়িয়ে প্রথম ইংলিশ উইকেটকিপার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ৮০০ রান করলেন বেয়ারস্টো। তার ৮৫৫ রান এ বছর কোনো শুধু ব্যাটসম্যানেরও সর্বোচ্চ।

সব মিলিয়ে কোনো উইকেটকিপারের এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রানের রেকর্ড অ্যান্ডি ফ্লাওয়ারের। প্রাক্তন জিম্বাবুইয়ান উইকেটকিপার ২০০০ সালে করেছিলেন ১০৪৫ রান। আর কোনো উইকেটকিপারই এক পঞ্জিকাবর্ষে এক হাজার রান করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৯৩৩ রান দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের, তিনি যেটি করেছিলেন ২০১৩ সালে।

http://www.anandalokfoundation.com/