14rh-year-thenewse
ঢাকা আজ বুধবার আগস্ট 13, 2025
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে অস্ত্র, গুলি ও ফেনসিডিল উদ্ধার

নিউজ ডেক্স
March 3, 2022 11:10 am
Link Copied!

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১টি বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার(৩ মার্চ) ভোর রাতে বেনাপোল সীমান্তের পুটখালী থেকে ২১ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা এ আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করে।

২১ ব্যাটালিয়ন বিজিবির পুটখালী ক্যাম্পের বিজিবির লেন্স নায়েক ওবায়দুল্লাহ জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্তে আগ্নেয়াস্ত্র ও মাদক পাচারের চেষ্টা চলছে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে।

একপর্যায়ে সীমান্ত অতিক্রম কালে তাদের ধাওয়া করা হয়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তার মধ্য থেকে ১টি বিদেশি পিস্তল,৭ রাউন্ড গুলি ও ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

http://www.anandalokfoundation.com/