13yercelebration
ঢাকা

বেটিংয়ের অভিযোগে সাবেক ভারতীয় নারী কোচ গ্রেফতার

admin
April 3, 2019 2:41 am
Link Copied!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেটিংয়ের অভিযোগে সাবেক ভারতীয় নারী কোচ তুষার আরথেকে গ্রেফতার করেছে দেশটির অপরাধ বিভাগের গোয়েন্দারা (ডিসিবি)। তার সঙ্গে আরও ১৮জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার গভীর রাতে আকিলপুরের এক ক্যাফে থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। তুষারসহ ওই ক্যাফের আরও দুই মালিক হেমাঙ্ক প্যাটেল এবং নিশচিল মিঠাকেও কব্জায় নিয়েছে ডিসিবি। গোয়েন্দা বিভাগ বলছে, সোমবার পাঞ্জাব এবং দিল্লির মধ্যকার ম্যাচের সময় বেটিং করছিলেন হেমাঙ্ক।

ডিসিবির অপরাধ বিভাগের ডিসিপি জয়দেব সিংহ জাদেজা বলেন, ‘আকিলপুরের ক্যাফে স্টক এক্সচেঞ্জে বেটিংয়ের গোপন তথ্য পেয়েছিলাম। ক্যাফেটি আমরা চোখে চোখে রেখেছিলাম এবং সোমবার  তল্লাশি চালাই। ক্যাফেতে বসে অনেক মানুষকে আমরা অনলাইনে বেটিং করতে দেখেছি। তাদের মোবাইল ঘেঁটে আমরা হেমাঙ্কসহ ১৯ জনকে সনাক্ত করেছি। তিনি তিনটি আলাদা মোবাইলে বেটিং করছিলেন। তার মোবাইলে বেটিং অ্যাপও পাওয়া গেছে। সাবেক ভারতীয় নারী দলের কোচ আরথেও সেখানে উপস্থিত ছিলেন।’

গোয়েন্দা বিভাগের এই কর্তা জানান, আরথের ছেলে ঋষিও এই ক্যাফের একজন অংশীদার। তবে তল্লাসির সময় তিনি সেখানে ছিলেন না। তিনি রঞ্জিরও ক্রিকেটার। ওই কর্মকতা জানান, ‘আমরা তদন্তে পেয়েছি যে, হেমাঙ্কের বেটিংয়ের ব্যবসা আছে। তিনি লাখ লাখ টাকার বেটিং ব্যবসা পরিচালনা করেন। এছাড়া তার বাবা নামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ আছে। আমরা এবার ওই বাবাকে ধরার প্রয়াস চালাচ্ছি।’ গ্রেফতার সকলকে পরে জামিনে মুক্তি দেওয়া হয়। তবে তাদের ফোন এবং ব্যক্তিগত গাড়ি রেখে দেওয়া হয়েছে।

গ্রেফতার একজন বলেন, আমি ক্যাফেতে আসতেই তারা ঘেরাও করে। আমার মোবাইলে তারা খুঁজেও বেটিং নিয়ে কিছু পায়নি। আরথে বলেন, আমি জানি না আমাকে কেন ধরে আনা হয়েছে। আমার ক্যাফেতে এসে কিছু গ্রাহক যদি মোবাইলে বেটিং করে, তা আমি কিভাবে জানবো? হেমাঙ্ক আমার ক্যাফের অংশীদার। কিন্তু তিনি তার বন্ধুদের সঙ্গে আলাদা বসে থাকেন। তিনি বেটিং করছিলেন কিনা তা আমি জানি না। আমি অনৈতিক কিছু করিনি। নিজের সম্মানের জন্য আমি লড়ে যাবো।’

http://www.anandalokfoundation.com/