14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

ফরিদপুরের ঢাকা-ফরিদপুর মহাসড়কে তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে সদর উপজেলার শিবরামপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ সময় একজন আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- মোটরসাইকেলের চালক সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ ও একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের অটোরিকশার চালক শাজাহান শেখ। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, ফরিদপুরের দিক থেকে রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের আরোহী নয়ন শেখ নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তাঁর পেছনে থাকা তার মা গুরুতর আহত হন। এছাড়া আহত রিকশাচালককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এসময় ওসি আরও বলেন, ঘটনার সময় ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি গাছের ধাক্কা লেগে পড়ে যায়। পরে ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।

মধুখালীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

সরকারি সাত কলেজের সমন্বয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা হতে পারে আজ

প্রধান নির্বাচন কমিশনারের সাথে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক

আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা

নিজের ৬০ বছরেরে জন্মদিনে নতুন প্রেমিকার সঙ্গে পরিচয় করালেন আমির খান

সফর শেষে ঢাকা ছেড়েছেন গুতেরেস

আজকের সর্বশেষ সবখবর

শ্রী শ্রী বিষ্ণুপদ ধামের ইতি কথা

Ovi Pandey
March 15, 2020 4:06 pm
Link Copied!

জগদীশ দাশ, মৌলভীবাজারঃ সনাতন ধর্মাবলম্বীরদের নিকট অতি পবিত্র শ্রী শ্রী বিষ্ণু পদধাম। যেখানে ভগবান শ্রীবিষ্ণুপদচিহ্ন বিরাজিত আছে।
 ঠিকানা- শ্রী শ্রী বিষ্ণু পদধাম,সাং- তারাপাশা,থানা-রাজনগর, জেলা- মৌলভী বাজার শ্রীহট্ট/ সিলেট, বাংলাদেশ।
বিষ্ণুপদধামের সংক্ষিপ্ত ইতিহাস:
প্রায় সাড়ে তিনশ বছর আগে কয়েকজন সন্ন্যাসী পরশুরাম তীর্থে যাচ্ছিলেন। একদিন ক্লান্ত দেহে মনু গঙ্গায় স্নান করে তাঁরা যখন একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছেলেন, সেই সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে একজন সন্ন্যাসী এই স্থানে শ্রীবিষ্ণুপদচিহ্ন বিরাজিত আছেন বলে স্বপ্নাদেশ পান এবং অদূরেই একটি পাথরে বিষ্ণুপদচিহ্ন মুদ্রিত আছে বলে নির্দেশ পান। এই সন্ন্যাসী মনু নদীর তীরবর্তী একটি স্থানে শাস্ত্রবর্ণিত বিষ্ণুপদচিহ্ন খুঁজে পান ।তখন তিনি পরশুরামতীর্থে যাওয়ার বাসনা ত্যাগ করে, বিষ্ণুপদচিহ্ন প্রতিষ্ঠা করে,নিত্য পূজার ব্যবস্থা করেন ।
তারাপাশা গ্ৰামটি পাঁচগাঁওয়ের জমিদার সর্বানন্দ দাসের জমিদারির অন্তর্ভুক্ত। তাই জমিদার বিষ্ণুপদচিহ্নযুক্ত কৃষ্ণপাথরটি নিজবাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু বহু শ্রমিকের সম্মিলিত চেষ্টায় প্রস্তরখন্ড সরানো সম্ভব হয়নি। জমিদার সর্বানন্দ দাস স্বয়ং এসে বিষ্ণুপদচিহ্ন দর্শন করেন এবং তারাপাশা গ্ৰামেই মন্দির নির্মাণ করে সেবা পূজার সুষ্ঠু ব্যবস্থা করেন । শ্রীবিষ্ণুর সেবায়েত রুপে জমিদার ৭ কেদার ভূমি দান করে সমস্ত পূজার দায়দায়িত্ব গ্ৰহণ করায় সন্ন্যাসীরা চলে যান। তারপর থেকে পর্যায়ত্রুমে অনেক সেবায়েত নিযুক্ত করে দীর্ঘকাল যাবৎ সেবাকাজ চলতে থাকে ।
পরবর্তীকাল জমিদার কালীকিশোর দাশ মহাশয়ের সহযোগিতায় আব্দা নিবাসী পঞ্চরাম মিত্র ও কাজীরচক গ্ৰাম নিবাসী বলরাম দত্ত মহাশয়ের যৌথ চেষ্টায় বিষ্ণুপদ ধামে একটি ছোট মন্দির ও একটি নাটমন্দির প্রতিষ্ঠিত হয়। খনন করা হয় একটি পুকুর ও।সেই সময় কৃষ্ণদাস নামে জনৈক সজ্জন সেবায়েত প্রতিষ্ঠানটিকে সকলের কাছে পরিচিত করানোর আপ্রাণ চেষ্টা করেন। কৃষ্ণ দাসের পর রাধারমণ বৈষ্ণব সেবায়েতের দায়িত্ব পালন করেন।
১৩৭৪ বাংলায় ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্ৰামী ও জননতা নিকুঞ্জবিহারী গোস্বামী বিষ্ণু পদধাম দর্শন করতে আসন। তারই অনুপ্রেরণায় স্থানীয় ভক্তজনদের নিয়ে ধামের উন্নয়নের প্রচেষ্টা চলতে থাকে। স্থানীয়ভাবে পরিচালনা পরিষদ গঠিত হয়। আরম্ভ হয় উন্নয়নের অগ্ৰযাত্রা। ১৩৮৯ বাংলার ১৭ ফাল্গুন বিশ্ববরেণ্য বৈষ্ণবাচার্য ও দার্শনিক ড.মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ গৌর পরিক্রমা উপলক্ষ্যে  বিষ্ণুপদধামে শুভাগমন করেন । তিনি দীর্ঘসময় ধরে বিষ্ণুপদ চিহ্ন পর্যবেক্ষণ করে, শাস্ত্রগ্ৰন্থাদিতে বর্ণিত বিষ্ণুপদ চিহ্নের সঙ্গে অপূর্ব সাদৃশ্য দেখতে পান এবং এটাই যথার্থ বিষ্ণুপদ চিহ্ন বলে ঘোষণা দেন।
১৩৯০ বাংলার জ্যৈষ্ঠসংক্রান্তি তারিখে শ্রীনিম্বার্ক আশ্রম, সিলেট থেকে লিখিত একপত্রে তিনি বলেন- শ্রীভূমি শ্রীহট্টস্থিত তারাপাশা গ্ৰামের বিষ্ণুপদ  চিহ্ন জয়যুক্ত হউক। বিষ্ণুপদধামে আয়োজিত বিশাল জনসভায় ড.মহানামব্রত ব্রহ্মচারী বলেন-অবিশ্বাসী মন লইয়া গিয়াছিলাম। ইতিহাস শুনিয়া ওঁশ্রীপদচিহ্ন সংবলিত প্রস্তরকে প্রত্যক্ষ করিয়া মনে সুদূঢ় বিশ্বাস জন্মিল ইহাই শ্রীভগবানের পদচিহ্ন। তিনি আরো বলেন-গয়াতীর্থে শ্রীবিষ্ণুপাদপদ্ম দর্শনে ও পিণ্ডদান যে ফল হইবে এই পদচিহ্ন দর্শন স্পর্শন এবং এখানে পিণ্ডদান কার্যেও সেইফল লাভ হইবে ।
http://www.anandalokfoundation.com/