13yercelebration
ঢাকা

বিজেপি-র প্রতিষ্ঠা দিবসে সভাপতি নাড্ডার সঙ্গে ১৩ দেশের রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
April 6, 2022 12:30 pm
Link Copied!

পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল বিজেপি।  পশ্চিমবঙ্গের জন্মদাতা ভারতকেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কর্তৃক ১৯৫১ সালে প্রতিষ্ঠিত ভারতীয় জনসংঘ দলটি। ১৯৭৭ সালে জরুরি অবস্থার পর জনসংঘ একাধিক রাজনৈতিক দলের সঙ্গে মিশে জনতা পার্টি গঠন করে। জনতা পার্টি ভেঙে ১৯৮০ সালের এই দিনেই যাত্রা শুরু করেছিল ভারতীয় জনতা পার্টি।

আজ দিল্লিতে বিজেপি-র প্রতিষ্ঠা দিবসে সভাপতি নাড্ডার সঙ্গে দেখা করবেন ১৩টি দেশের রাষ্ট্রদূত। সেই উপলক্ষে বুধবার দলীয় কর্মী, সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের অন্য রাজ্যের মতো বাংলাতেও সেই ভাষণ শোনার জন্য কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। ঠিক হয়েছে রাজ্যের যেখানে যেখানে দলের দফতর রয়েছে সেখানেই ভার্চুয়াল মাধ্যমে মোদীর বক্তব্য শোনার ব্যবস্থা করা হবে।

১৯৮৪ লোকসভায় যে দলটা মাত্র দুটি আসনে জিতেছিল, সেই বিজেপিই এখন গোটা দেশের অধিকাংশ জায়গায় ক্ষমতায়। কর্ণাটক থেকে উত্তরাখণ্ড, মনীপুর থেকে গোয়া। দেশের ক্ষমতায় থাকার পাশাপাশি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ বেশিরভাগই রাজ্যেই ক্ষমতায় নরেন্দ্র মোদীর দল। দেশের শাসক দল বিজেপি এখন ধারেভারে দুনিয়ার বৃহত্তম দল।

ভারতে ফ্রান্সের রাষ্ট্রদূত এম্যানুয়েল লেনিয়াইন থেকে ইতালি, সিঙ্গাপুরের রাষ্ট্রদূতরা বিজেপি-র সদর দফতরে গিয়ে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-র সঙ্গে দেখা করবেন। ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রদূত মহম্মদ ইমরানের, ভিয়েতনামের পাম সান চাউও উপস্থিত থাকছেন।

সদ্য পাঁচ রাজ্যের নির্বাচনে ভাল ফলের পরে প্রতিষ্ঠা দিবসের বক্তব্যে মোদী সেই সাফল্যের উল্লেখ করছেন মনে করা হচ্ছে। তবে কেন্দ্রীয় বিজেপি-র পক্ষে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সর্বত্র সেবামূলক কর্মসূচি নিতে নির্দেশ দিয়েছে। রাজ্যেও এমন কর্মসূচি নেওয়া হবে জানিয়ে রাজ্য সভাপতি সুকান্ত বলেন,আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা আগেই যে নির্দেশ দিয়েছেন তাতে ৬ থেকে ১৪ এপ্রিল প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি চলবে। রাজ্যের সর্বত্রই কিছু না কিছু অনুষ্ঠান হবে। কোথাও রক্তদান শিবির আবার কোথাও স্বচ্ছতা অভিযান চালানো হবে।’

ভারতে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভা অধ্যক্ষ, ২০ মুখ্যমন্ত্রী, ২৯ রাজ্যপাল, ৫৫ হাজার শাখা, ২ লক্ষ সরস্বতী শিশুমন্দির, ৫ লাখ আচার্য, ১কোটি বিদ্যার্থী, ২ কোটি ভারতীয় মজদুর সঙ্ঘ সদস্য, ১ কোটি ABVP কার্যকর্তা, ১১ কোটি BJP সদস্য,  ১২০০ প্রকাশন সমূহ,  ৯ হাজার পূর্ণকালীক,  ৭ লক্ষ প্রাক্তন সৈনিক,  ১কোটি বিশ্ব হিন্দু পরিষদ সদস্য (সারা বিশ্বে),  ৩০ লক্ষ বজরঙ্গ দল সদস্য,  ১.৫ লাখ সেবা প্রকল্প,  ১৮ টি রাজ্যে সরকার,  ২৮৩ লোকসভা সাংসদ,  ৬৫  রাজ্যসভা সাংসদ এবং অগণিত স্বয়ংসেবক সহ ভারতীয় জনতা পার্টির অনেক সংগঠন।

ভারতীয় কিষাণ সঙ্ঘ, ভারতীয় মজদুর সঙ্ঘ, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, অখিল ভারতীয় অধিবক্তা পরিষদ, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ, অখিল ভারতীয় পূর্ব সৈনিক সেবা পরিষদ, আরোগ্য ভারতী, শ্রীরামজন্মভূমি মন্দির নির্মাণ ন্যাস, স্বদেশি জাগরণ মঞ্চ, সহকার ভারতী, লঘু উদ্যোগ ভারতী, সেবা ভারতী, অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত, সক্ষম, সংকল্প, ভারত বিকাশ পরিষদ, লোক ভারতী, সীমা জাগরণ মঞ্চ, শিক্ষা ভারতী, গ্রাম ভারতী, রাষ্ট্র সেবিকা সমিতি, দুর্গা বাহিনী, বিশ্ব হিন্দু পরিষদ, সামাজিক সমরসতা মঞ্চ, ধর্ম জাগরণ সমন্বয় সমিতি, মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, রাষ্ট্রীয় শিখ সঙ্গত, হিন্দু মুন্নানি, হিন্দু ঐক্য বেদী, একল বিদ্যালয় সংস্থান, সরস্বতী শিশু মন্দির, বিদ্যা ভারতী, বনবাসী কল্যাণ আশ্রম, বনবন্ধু পরিষদ, ভারত-তিব্বত মৈত্রী সঙ্ঘ, ভারতীয় বিচার কেন্দ্র, দীনদয়াল শোধ সংস্থান, বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী, বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, ইন্ডিয়া পলিসি ফাউন্ডেশন, ভারতীয় শিক্ষণ মণ্ডল, অখিল ভারতীয় ইতিহাস সংকলন সমিতি, হিন্দুস্থান সমাচার, বিশ্ব সংবাদ কেন্দ্র, অর্গানাইজার, পাঞ্চজন্য, হিন্দু স্বয়মসেবক সঙ্ঘ, হিন্দু স্টুডেন্টস কাউন্সিল, বালগোকুলম, সংস্কৃত ভারতী, অখিল ভারতীয় সাহিত্য পরিষদ, ক্রীড়া ভারতী, সংস্কার ভারতী, বিজ্ঞান ভারতী এবং আরো অনেক।

http://www.anandalokfoundation.com/