13yercelebration
ঢাকা

বিকালে রাষ্ট্রপতির সঙ্গে জাসদের বৈঠক

admin
December 26, 2016 3:15 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ জাতীয় নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির সংলাপের অংশ হিসেবে আজ বঙ্গভবনে যাচ্ছে হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

আজ বিকাল ৪টায় রাষ্ট্রপতির সাথে জাসদের বৈঠকটি হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।

প্রতিনিধি দলের অন্যতম সদস্য পার্টির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি নয়া দিগন্তকে বলেন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

তিনি আরো বলেন, রাষ্ট্রপতির সঙ্গে এ বৈঠকে তারা নির্বাচন কমিশনে একজন নারী প্রতিনিধি চাইবেন। এর পাশাপাশি সংবিধানের সংবিধানে ১[ ১১৮ ।(১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনে গঠনের ব্যাপারে রাষ্টপ্রতিকে কার্যকর পদক্ষেপ নিতে বলবেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, দলের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন, ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি ইকবাল হোসেন খান, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, অ্যাডভোকেট জিকরুল আহমেদ, আব্দুল হাই তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আখতার, নাদের চৌধুরী, উপদেষ্টামন্ডলির সদস্য ডা. এম এ করিম এবং সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও লুৎফা তাহের।

বৈঠকের বিষয় সাংবাদিকদের জানাতে বিকাল সাড়ে ৫টায় ৩৫-৩৬, বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করবে দলটি।

http://www.anandalokfoundation.com/