13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির সমাবেশের অনুমতি না মেলায় রোববার মহানগরে বিক্ষোভ

Brinda Chowdhury
February 29, 2020 12:33 pm
Link Copied!

বিএনপি নয়াপল্টনের পূর্বঘোষিত সমাবেশে অনুমতি না পাওয়ায় শহর জুড়ে বিক্ষোভ আগামিকাল।

রোববার (১ মার্চ) ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার প্রতিবাদে ঢাকায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সামনে দুপুর ২টায় কর্মসূচি হওয়ার কথা থাকলেও পুলিশ অনুমতি দেয়নি। সেটা সারাদেশের জেলা শহরে পালিত হচ্ছে।

তিনি বলেন, নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে আসতে পারছে না। তারা তীব্র বাধার সৃষ্টি করছে।  এর প্রতিবাদে রোববার ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এছাড়া বিদ্যুৎ ও পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগরসহ সারাদেশের জেলা শহরে সোমবার (২ মার্চ) মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন রিজভী।

রিজভী বলেন, এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

http://www.anandalokfoundation.com/