13yercelebration
ঢাকা

বিএনপি’কে তথ্যমন্ত্রী। নিজেদেরকে বিশ্লেষণ করুন

admin
January 21, 2019 10:07 pm
Link Copied!

তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ বলেছেন, ‘প্রতিদিন সংবাদ সম্মেলনে নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্ব তুলে ধরার চেয়ে বিএনপির উচিত নির্বাচনে নিজেদের ভরাডুবির কারণ বিশ্লেষণ করা।’

তথ্যমন্ত্রী সোমবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময়কালে রোববার সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রতিক্রিয়ায় একথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘জনাব রিজভী তার গতকালের বক্তব্যের যে বিষোদগার করেছেন, তা প্রকৃত পক্ষে নির্বাচনে পরাজয়ের পর হিতাহিত জ্ঞান হারিয়ে অসংলগ্ন বক্তব্য। বরাবরের মতো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এ ধরণের বক্তব্য দিয়েছে তারা।’

‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ’ আসনে আটশ’ প্রতিনিধিকে মনোনয়ন দিয়ে বিএনপি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বকে প্রাতিষ্ঠাানিক রূপ দিয়েছে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিএনপির প্রার্থীরা নির্বাচনি প্রচারণাতেও নামেননি। তাদের মূল লক্ষ্য ছিল নির্বাচনকেই প্রশ্নবিদ্ধ করা।’ ‘দেশে শক্তিশালী বিরোধী দল থাকুক এটি আমরাও চাই’ উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘নাচতে না জানলে উঠান বাঁকা-র মতো বক্তব্য না দিয়ে বিএনপির উচিত নিজেদের বিচার করা।’

এসময় সাংবাদিকদের ওয়েজ বোর্ড সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবম ওয়েজ বোর্ড বিষয়ে সাত সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন। সেতুমন্ত্রী, কৃষিমন্ত্রী, শিল্পমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রী সমন্বয়ে গঠিত এ কমিটি দ্রুত ওয়েজ বোর্ড বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে।’

http://www.anandalokfoundation.com/