ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
February 1, 2022 8:25 pm
Link Copied!

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৮১ দিন চিকিৎসাধীন থাকার পরম বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার সন্ধ্যার পর গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া। এর আগে তার সবশেষ শারীরিক অবস্থা জানাতে সন্ধ্যা ৬ টায় এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড সংবাদ সম্মেলন করেন।

সেখানে বলা হয়, করোনার বর্তমান ঊর্ধ্বমুখী সংক্রমণ ঝুঁকি এড়াতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে।

গত ১৩ নভেম্বর শারীরিক নানা অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। মাঝে বেশ কয়েকবার শারীরিক অবস্থার অবনতি হলে বিদেশে চিকিৎসা করারও দাবী করেছিলে পরিবার ও তার দল।

http://www.anandalokfoundation.com/