13yercelebration
ঢাকা

ঢাকায় বঙ্গভবনে জাতীয় শোক দিবসের মিলাদ ও দোয়া মাহফিলে রাষ্ট্রপতি

Rai Kishori
August 15, 2020 8:31 pm
Link Copied!

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গভবনের দরবার হলে মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

মিলাদের পর বিশেষ মোনাজাতে বঙ্গবন্ধু ও ‘৭৫-এর ১৫ আগস্ট শহীদ হওয়া তার পরিবারের অন্য সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধসহ বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার শান্তির জন্য দোয়া করা হয়।

রাষ্ট্রপতি ও মিলাদে অংশগ্রহণকারীরা দরবার হলে আসরের নামাজ আদায় করেন। মিলাদ ও দোয়া মাহফিলে রাষ্ট্রপতির পরিবারের সদস্য, তার সচিব, সামরিক ও বেসামরিক কর্মকতাসহ বঙ্গভবনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা অংশ নেন। বঙ্গভবন জামে মসজিদের ইমাম মাওলানা মিলাদ পরিচালনা করেন।

http://www.anandalokfoundation.com/