13yercelebration
ঢাকা

বঙ্গবন্ধুসহ হাজারের বেশি সেনা কর্মকর্তাকে হত্যার দায় জিয়াউর রহমানের -তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
August 20, 2022 3:02 pm
Link Copied!

জিয়াউর রহমান শুধু বঙ্গবন্ধুর হত্যার ষড়যন্ত্রেই জড়িত ছিলেন না, এক হাজারের বেশি সেনা কর্মকর্তাকে হত্যার দায়ও তার। যা বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের বড় ঘটনা। বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শনিবার (২০ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির আয়োজনে ১৫ আগস্ট নিয়ে আলোচনা অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

১৫ আগস্ট নৃশংস হত্যাযজ্ঞের স্মৃতি আর বর্বরোচিত এ হত্যাকাণ্ডের আইনী সংগ্রাম উঠে আসে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির শোক দিবসের এ আলোচনায়। ধানমন্ডি ৩২ নম্বরে আলোচনা অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানান,বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফেরত দিতে আন্তজার্তিক সম্প্রদায়সহ আশ্রয়দাতা রাষ্ট্রগুলোকে অনুরোধ জানিয়ে আসছে সরকার। যে কোনো মূল্যেই বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা হবে।

এসময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফেরত এনে তাদের বিচারের মুখোমুখি করা হবে।

ভারত ইস্যুতে সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে সাংবাদিকরা জানতে গেলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের এড়িয়ে যান পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেন। পরামর্শ দেন নির্ধারিত সংবাদ সংগ্রহের।

http://www.anandalokfoundation.com/