ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুক কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণায় নামলো

admin
February 27, 2016 1:46 pm
Link Copied!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: অবশেষে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরিতে নেমেই পড়লো ফেসবুকের গবেষক দল। জার্মানির বার্লিনে টেকনিক্যাল ইউনিভার্সিটির অধ্যাপক ক্লস রবার্টকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজে নামলো মার্ক জুকারবার্গের টিম।

গতকাল (২৫ ফেব্রুয়ারি) ফেসবুক প্রতিষ্ঠাতা তার ফ্যানপেজে এ ঘোষণা দেন। এ কাজ আরম্ভ করতে জুকারবার্গ এখন বার্লিনে অবস্থান করছেন।

মার্ক তার ফেসবুক পোস্টে জানান, এ প্রজেক্টের সবগুলো গবেষণা সারা পৃথিবীর বিজ্ঞানীদের কমিউনিটির জন্য উম্মুক্ত থাকবে। ডাটা এবং আনুসাঙ্গিক তথ্যগুলো উম্মুক্ত থাকলে সারা পৃথিবীতেই কৃত্তিম বুদ্ধিমত্তার কাজ ছড়িয়ে যাবে বলে আশা করছেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ।

উন্নত প্রযুক্তির দেশ জার্মানি এবং ইউরোপ গবেষণায় বিনিয়োগ করতে পেরে উল্লসিত বলেও জানান তিনি।

http://www.anandalokfoundation.com/