স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ করোনা ভাইরাসের কারনে যে সকল খেটে খাওয়া মানুষগুলো বাড়িতে আছে,যাদের ঘরে দুমুঠো খাবার নেই। সামাজিক দুরুত্ব বজায় রেখে ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে এসকল অসহায়, খেটে খাওয়া, নিম্ন আয়ের ৬০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
আজ বুধবার বিকাল ৪ টায় ফাজিলপুর বাজাওে সামাজিক দুরত্ব তৈরি করে লাইনে দাড়িয়ে অসহায় মানুষগুলোর হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
সেখানে উপস্থিত ছিলেন এলাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির লতা, স্থানীয় গুড়পাড়া পুলিশ ফাড়ির এসআই দিপুল, ফাজিলপুর বাজার কমিটির সেক্রেটারী মো:ইস্রাফিল হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রভাষক ওহিদ ইসলাম, কৃষি তথ্য অধিদপ্তরের মো: ফরিদুজ্জামান,ফাজিলপুর ওয়ার্ডেও সাবেক ইউপি মেম্বর আব্দুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠানে চাউল,ডাল,তেল,আলু,সাবান ও মাস্ক দেওয়া হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে ফাজিলপুর যুব সমাজের পক্ষ থেকে জানানো হয়।