13yercelebration
ঢাকা

পোশাক খাত পরিদর্শনে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

admin
September 20, 2015 11:47 am
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের তৈরি পোশাক খাতের অগ্রগতি ও কর্মপরিবেশ পর্যবেক্ষণে শনিবার ঢাকা আসছে মার্কিন প্রতিনিধি দল। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মাইকেল জে. ডিলেনির নেতৃত্বে পাঁচদিনের সফরে ঢাকা পৌঁছাবে দলটি।

প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভের (ইউএসটিআর) শ্রম বিষয়ক পরিচালক মাইকেল ও’ ডোনোভান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম (ডিআরএল) শাখার অফিস পরিচালক ব্ল–স লেভিন এবং যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তর (ইউএসডিওএল) ও আন্তর্জাতিক শ্রমবিষয়ক  ব্যুরোর আন্তর্জাতিক সম্পর্ক কর্মকর্তা (আইএলএবি) জেনিফার গুডইয়ার।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস সূত্র জানায়, সফরকালে প্রতিনিধি দলটি সরকারি কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, ট্রেড ইউনিয়ন, আন্তর্জাতিক শ্রম সংস্থা, দ্য অ্যালায়েন্স অব বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি, দ্য অ্যাকর্ড ফর ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ ও অন্যান্য সংস্থার সঙ্গে সাক্ষাৎ করবে। এছাড়াও ২১ সেপ্টেম্বর চট্টগ্রামে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কর্তৃপক্ষ, চিংড়ি প্রক্রিয়াজাতকরণ সেক্টর ও স্থানীয় সংস্থাগুলোর সঙ্গে দেখা করার কথা রয়েছে তাদের। আগামী ২৩ সেপ্টেম্বর প্রতিনিধি দলটির ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

http://www.anandalokfoundation.com/