14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পুলিশি বাধায় মেডিকেল ভর্তিচ্ছুদের বিক্ষোভ

admin
September 28, 2015 9:12 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর শাহবাগে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করে  মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।  সোমবার  মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা  নেয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল করে শাহবাগের দিকে এলে পুলিশ বাধা  দেয়। পরে তারা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সড়কে বসে পড়ে। এ সময় শিক্ষার্থীরা ‘প্রশ্ন যদি হবে ফাঁস, পড়ব কেন বারো মাস, সুচিকিৎসা কি যাবে ঘরে, প্রশ্ন  পেলে বাজারদরে?’, প্রশ্নপত্র ফাঁস হলে;  দেশ যাবে রসাতলে’,  মেডিকেলে পুনরায় ভর্তি পরীক্ষা নিতে হবে নিতে হবে’ এমন নানা  স্লোগান  দেয়।

সোমবার সকাল ১০টার দিকে প্রায় শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হয়। শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকেরা রয়েছে। েেসখানেও তারা বিভিন্ন স্লোগান দেয়। এরপর তারা বেলা সাড়ে ১১টার দিকে মুখে কালো কাপড়  বেঁধে মিছিল নিয়ে শাহবাগের দিকে রওনা হয়। দুপুরের দিকে মিছিলটি শাহবাগে এসে পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়। এতে দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কিও হয়। একপর্যায়ে শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে বসে পড়ে। এদিকে  মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে   সোমবার বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করার কথা ছিল েেমডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। পূর্বনির্ধারিত সময় অনুয়ায়ী তারা শহীদ মিনার প্রাঙ্গণে এসে জড়োও হয়। একপর্যায়ে সাড়ে ১১টার দিকে তারা মানববন্ধন শুরু করে। এ সময় কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  সোহেল আহমদের নেতৃত্বে এক দল পুলিশ এসে তাদের কর্মসূচিতে বাধা  দেয়। এরপর পুলিশের বাধার মুখে তারা মানবন্ধন কর্মসূচি পালন করতে না পারলেও নগরীতে বিক্ষোভ মিছিল করেছে।

প্রসঙ্গত, এবারের ভর্তি পরীক্ষার দিন সকালে এবং পরীক্ষার আগের রাতে ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে শিক্ষার্থীদের অভিযোগ। পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে তার মিলও পাওয়া  গেছে। তাই এই পরীক্ষা বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে মেডিকেল ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শাহবাগ মোড়ের দিকে যেতে চাইলে শাহবাগ থানার সামনে তাদের থামিয়ে  দেয় পুলিশ। বাধা পেয়ে পাবলিক লাইব্রেরির সামনের সড়কে অবস্থান  নেন শিক্ষার্থীরা। তারা সেখানে দুপুর  দেড়টা পর‌্যন্ত অবস্থান করেন।এরপর মিছিল নিয়ে টিএসসি- দোয়েল চত্বর হয়ে জাতীয়  প্রেসক্লাবের সামনে গিয়ে জড়ো হন শিক্ষার্থীরা।  বেলা আড়াইটার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে  প্রেসক্লাব এলাকা ত্যাগ করেন তারা।

এবিষয়ে শাহবাগ থানার এসআই ওয়াহিদুজ্জামান বলেন, মিছিলকারীরা শাহবাগ মোড়ের দিকে যেতে চাইলে আমরা তাদের থামিয়ে দিয়েছি। এরপর জাদুঘরের সামনে কিছু সময় সমাবেশ করে তারা পুনরায় জাতীয় প্রেসক্লাবের যায়। শিক্ষার্থীদের কর্মসূচি শান্তিপূর্ণ ছিল বলে জানান এসআই ওয়াহিদুজ্জামান।

ভর্তি পরীক্ষা বাতিলের দাবির এই আন্দোলনের অন্যতম সংগঠক খালেদ সাইফুল্লাহ বলেন, মঙ্গলবার সকাল ১০টায় তারা আবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট করবেন।দাবি না মানলে ১ অক্টোবর সারা  দেশ  থেকে ঢাকামুখী অভিযাত্রা কর্মসূচি পালনের  ঘোষণা  দেন খালেদ।প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে খালেদ বলেন, মেডিকেলের প্রশ্ন ফাঁস হয়েছে। তাই পরীক্ষা ও ফল বাতিল করে পুনরায় পরীক্ষা  নেওয়ার দাবি জানাচ্ছি। প্রধানমন্ত্রী দেশে নাই, তিনি আসলে আমরা একটি সুবিচার পাব।

প্রশ্নফাঁস হয়েছে- এটা একেবারে প্রমাণিত। যারা প্রশ্ন পাইছে, তাদের অনেকে গণমাধ্যমের সামনে এটা কনফেস করেছে। পরীক্ষার আগে হোয়াটস অ্যাপে মাধ্যমে প্রশ্ন আসার প্রমাণ আমাদের কাছে আছে। এ কারণে পরীক্ষা বাতিলের দাবি আমরা করছি।

http://www.anandalokfoundation.com/