13yercelebration
ঢাকা

পাকিস্তান চার দিনেই টেস্ট জিতল

admin
July 18, 2016 9:55 am
Link Copied!

ক্রীড়া ডেস্ক: লর্ডসে ইয়াসির শাহর ঘূর্ণিতে প্রথম টেস্টের চতুর্থ দিনেই কুপোকাত ইংলিশরা। দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২০৭ রানে থামে তারা। ফলে ৭৫ রানের দারুণ এক জয় পায় পাকিস্তান। এ জয়ের ফলে চার ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩৩৯ রান। জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ২৭২ রান। পাকিস্তান টেস্টের চতুর্থ দিন রোববার সকালে দ্বিতীয় ইনিংসে ২১৫ রান করে অলআউট হয়ে যায়।

তাতে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৮৩ রান। সেই রান তাড়া করতে নেমে ২০৭ রানেই গুটিয়ে যায় ইংলিশরা। ফলে চতুর্থ দিনেই জিতে যায় সফরকারী পাকিস্তান। এর আগে ১৯৯৬ সালে ওয়াকার ইউনুস ও মুস্তাক আহমেদরা লর্ডসে টেস্ট জিতেছিলেন।  ২০ বছর পর তাদের উত্তরসূরিরা লর্ডসে টেস্ট জয়ের স্বাদ নিল।

পাকিস্তানের এমন জয়ে সবচেয়ে বড় কৃতিত্ব ইয়াসির শাহর। তার ১৩ টেস্টের ক্যারিয়ারে এই প্রথম ১০ উইকেট শিকার করলেন। তাও আবার এশিয়ার প্রথম বোলার হিসেবে লর্ডসে ১০ উইকেট এবং লর্ডসের ১৩২ বছরের ইতিহাসে দ্বিতীয় কোনো লেগ স্পিনার হিসেবে।

তার পাশাপাশি কৃতিত্ব দিতে হবে অধিনায়ক মিসবাহ-উল-হককেও। তিনি প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের সময় হাল ধরে ইংল্যান্ডে ও লর্ডসে নিজের প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকান।

জয়সূচক উইকেট নিয়ে টেস্টটি স্মরণীয় হয়ে থাকল আমিরের জন্য। এই মাঠেই ২০১০ সালে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িয়ে নিষিদ্ধ হন তিনি। নিষেধাজ্ঞা থেকে ফিরে এসে ৬ বছর পর সেই মাঠেই বল হাতে নামেন তিনি। দুই ইনিংসে ৩ উইকেট নিলেও এই টেস্টটি তার জন্য খুবই স্মরণীয় হয়ে থাকবে।
অবশ্য ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন দুই ইনিংসে ১০ উইকেট শিকার করা ইয়াসির শাহ।  ২২ জুলাই ম্যানচেস্টারে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট শুরু হবে।

                                             সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান :
প্রথম ইনিংস : ৩৩৯/১০ (মিসবাহ ১১৪, শফিক ৭৩; ওয়াকস ৬/৭০, ব্রড ৩/৭১)
দ্বিতীয় ইনিংস : ২১৫/১০ (শফিক ৪৯, সরফরাজ ৪৫; ওয়াকস ৫/৩২, ব্রড ৩/৩৮)।

ইংল্যান্ড :
প্রথম ইনিংস : ২৭২/১০ (কুক ৮১, রুট ৪৮; ইয়াসির ৬/৭২)
দ্বিতীয় ইনিংস২০৭/১০  (বেয়ারস্টো ৪৮, ব্যালান্স ৪৩; ইয়াসির ৪/৬৯, রাহাত ৩/৪৭)।

ফল : পাকিস্তান ৭৫ রানে জয়ী।
সিরিজ : পাকিস্তান ১-০ ব্যবধানে এগিয়ে।
ম্যাচসেরা : ইয়াসির শাহ।

দ্বিতীয় টেস্ট শুরু : ২২ জুলাই, ম্যানচেস্টারে।

http://www.anandalokfoundation.com/