13yercelebration
ঢাকা

পাকিস্তানকে চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন মাশরাফি

admin
February 29, 2016 11:07 am
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক: এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালের পথে এক পা এগিয়ে গেছে বাংলাদেশ। রোববার শ্রীলঙ্কাকে ২৩ রানে হারিয়েছে তারা। বাংলাদেশের শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে, ২ মার্চ।

শ্রীলংকাকে হারানোর পর আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশ শিবির। দলটির অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বিশ্বাস করেন- তার দল পাকিস্তানকে হারাতে পারবে। মাশরাফির কণ্ঠে চ্যালেঞ্জের সুর। জানিয়ে দিয়েছেন নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব।

রোববার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা বলেন,‘গত দুটি ম্যাচ আমরা যেভাবে খেললাম, আশা করি এভাবে খেললে পরের ম্যাচে (পাকিস্তানের সঙ্গে) আমরা ভালো কিছু করতে পারব।’

শ্রীলংকার বিপক্ষে বোলিং ও ব্যাটিং বিভাগের সম্মিলিত আক্রমণে ম্যাচ জিতেছে বাংলাদেশ। শুরুতে ফিল্ডাররা ক্যাচ মিস করলেও পরবর্তীতে ওভারকাম করতে সক্ষম হন। সৌম্য শুরুতেই সহজ ক্যাচ হাতছাড়া করেন। পরে কঠিন ক্যাচ তালুবন্দি করেন অসাধারণ দক্ষতায়। ম্যাচ শেষে মাশরাফি জানালেন ম্যাচের নেতিবাচক চিন্তাগুলো বাদ দিয়ে ইতিবাচক চিন্তা করছেন তিনি।

‘আমি ইতিবাচক চিন্তা করছি। আজ ক্যাচ মিস হয়েছে, তারপরও জিতেছি। গত ম্যাচেও মিস হয়েছিল। আজ আবার আমাদের গ্রাউন্ড ফিল্ডিং ভালো হয়েছে। সৌম্য অসাধারণ একটা ক্যাচ ধরেছে। মাহমুদুল্লাহ দারুণ একটা চেষ্টা করেছে। সব মিলিয়ে সামনে ম্যাচেও ফিল্ডিং নিয়ে আমরা ইতিবাচক চিন্তা করব।’

ম্যাচসেরা সাব্বিরকে প্রশংসায় ভাসিয়েছেন মাশরাফি। ৫৪ বলে ৮০ রানের ইনিংস খেলে সাব্বির ছিলেন ব্যাটিংয়ের ত্রাণকর্তা। সাব্বিরকে তিনেই ব্যাটিংয়ে চান মাশরাফি। এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘তিন নম্বরে সে ভালো করছে। আমি মনে করি, তিন নম্বরে কী করতে হবে, তা সাব্বির ভালো করেই জানে। সুতরাং সে নিজের মতোই খেলুক। নিজের মতো খেলতে গিয়ে হয়ত প্রতিদিন সে সফল হবে না। তারপরও আমি চাই সে খোলামনেই খেলুক।’

http://www.anandalokfoundation.com/