14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় ২৫ হাজার শিশুকে ভিটামিন “এ” প্লাস খাওয়ানোর লক্ষমাত্রা

admin
July 14, 2016 4:10 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় আগামী ১৬ জুলাই জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রায় ২৫ হাজার শিশুকে ভিটামিন “এ” প্লাস খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র উদ্যোগে  অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নাজমুল হক, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মারুফ হোসেন। ক্যাশিয়ার নার্গিস বানু’র পরিচালনায় বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাফিকুল ইসলাম শিকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম কবির হোসেন, মেডিকেল অফিসার ডাঃ পার্থ প্রতীম দেবনাথ, ডাঃ মশিয়ার রহমান মুকুল, ডাঃ আহসানারা বিনতে আহমেদ, ডাঃ শর্মিষ্ঠা সাহা, স্যানিটারী ইনেস্পেক্টর উদয় কুমার মন্ডল, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি ডাঃ মোঃ আনোয়ার হোসেন, সম্পাদক ও সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রঞ্জু, সিনিয়র স্টাফ নার্স রীনা রায়, স্বাস্থ্য পরিদর্শক মোঃ আব্দুল খালেক, প্রধান সহকারী সঞ্জিত কুমার পাল, এমটি (ইপিআই) মোঃ শাহ্ আলম ঢালী, পরিসংখ্যানবিদ মোঃ মাসুরুজ্জামান।

উল্লেখ্য আগামী ১৬ জুলাই শনিবার ৬-১১ মাস বয়সী ২ হাজার ৭’শ ৯০ ও ১২-৫৯ মাস বয়সী ২১ হাজার ৬’শ ৫০ শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/