সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু,র ঐকান্তিক প্রচেষ্টায় পাইকগাছা উপজেলার ২ নং কপিলমুনি ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী মোড়লের সহোযোগীতায় জলাবদ্ধতা নিরসনে হরিঢালীও কপিলমুনি ইউনিয়ন বাসীর দীর্ঘদিনের চাওয়া পানি সরানোর জন্য অবশেষে সব জলপনা কল্পনা ছাড়িয়ে নির্মিত হচ্ছে দীর্ঘ ১৫ হাজার ফুট ড্রেন ৷
ড্রেনটি প্রতাপকাটি ফুলতলা মোড় পীচের মাথা হতে শুরু করে মনির বাড়ি হয়ে হাউলী বিল পযন্ত মোট ১৫ হাজার ফুট দীর্ঘ হবে বলে জানিয়েছেন ৫ নং ওয়ার্ড ইউ,পি সদস্য ও কপিলমুনি ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী মোড়ল ৷এদিকে ড্রেনের কাজ অনাতিবিলম্বে শুরু হওয়ায় ও চলমান থাকায় স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তির নিঃশ্বাশ ফিরে এসেছে পাশাপাশি জলাবদ্ধতার মত নিদারণ অভিশাপ থেকে মুক্তি পেতে চলেছে স্থানীয় জনগণ৷কপিলমুনি ও হরিঢালী ইউনিয়নে ৫ ও ৬ নং ওয়ার্ডে প্রায় ৫০০ টি পরিবার বসবাস করে আসছে ৷
বর্ষাকাল এলেই তাদের কষ্টের যেন আর শেষ হতে চায়না পানিবন্দী হয়েনির্ঘুম ,অসহায় ,মানবেতার জীবনযাপন যাপন করতে হয় পরিবারগুলোকে সামান্য বৃষ্টিপাতেই তাদের উঠান,রান্নাঘর ,গোয়াল ঘর ,বারান্দা তলিয়ে যায় পানিতে ৷পানি শুকিয়ে না যাওয়া পযন্ত এভাবে অসহায় ও কষ্টের মধ্য দিয়ে দিন কেটে যেত পরিবার গুলো৷শুধু এখানে শেষ নয় বৃষ্টির সময় ও কবরস্থানগুলোও পানিতে তলিয়ে যেত পানি সরানোর জন্য বিকল্প কোন ব্যবস্থা না থাকায় বা ড্রেন না থাকায় ৷
এ নিয়ে স্থানীয় জনসাধারণ দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধতা নিরসন কল্পে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ের সরকরী বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও কোন ব্যবস্থা গ্রহন করেনি ৷সর্বশেষ স্থানীয় জনগণ খুলনা ০৬ (পাইকগাছা—কয়রা) এর মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবুকে জানালে তিনি জলাবদ্ধতা নিরসন দূরীকরণের ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আশ্বস্ত করেন৷আশ্বস্ত করার দুই মাসের মধ্য তিনি কপিলমুনি ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান ও ৫ নং ওয়ার্ড ইউ,পি সদস্য ইউনুছ আলী মোড়লকে ড্রেন নির্মাণ করার জন্য প্রয়োজনীয় উপকরণ ও প্রয়োজনীয় অর্থ প্রদান করেন
বর্তমানে ড্রেন নির্মান কাজটি চলমান রয়েছে ৷আগামী এক মাসের মধ্য ড্রেন নির্মাণ এর কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন ইউ,পি সদস্য ইউনুছ আলী মোড়ল ৷এদিকে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মান করায় স্থানীয় এলাকাবাসী এমপি বাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি অভিনন্দন ও ধন্যবাদ জানান এবং সুস্থাস্থ্য ও দীর্ঘীয়ু কামনা করেন ৷পাশাপাশি স্থানীয় জনগণ ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন কপিলমুনি ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান ও ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ইউনুছ আলী মোড়লকে৷