13yercelebration
ঢাকা

পরিবেশ ঝুঁকির চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুত -পরিকল্পনা মন্ত্রী

Rai Kishori
July 29, 2019 9:56 pm
Link Copied!

উন্নয়ন সহযোগীরা কেউ না আসলেও পরিবেশ ঝুঁকির চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

তিনি আজ ঢাকার স্থানীয় এক হোটেলে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সংঘের (International Union of Conservation of Nature-IUCN) আয়োজনে টেকসই জীববৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত বাংলাদেশ প্লাটফর্মের (Bangladesh Platform for Sustainable Biodiversitz Conservation) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন ।

মন্ত্রী বলেন, আমাদের সরকার প্রধানের মূল বার্তা হলো আমাদের কাজ আমাদের করতে হবে। আমরা গ্রিন ক্লাইমেট ফান্ড করেছি নিজেদের অর্থায়নে এবং সেটা দিয়েই পরিবেশ ঝুঁকি মোকাবিলা করছি। অগ্রাধিকার ভিত্তিতে দারিদ্র্য নিরসন, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সরবরাহ, সড়ক যোগাযোগ উন্নয়ন ইত্যাদি কাজে বেশি নজর দিচ্ছি।

দেশের প্রকৃতি-পরিবেশ রক্ষার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রকৃতিকে তার মতো থাকতে দিতে হবে, অহেতুক নাড়াচাড়া করা যাবে না। করলে বিপর্যয় নেমে আসবে। উন্নয়নের নামে ফসলি জমি নষ্ট, জলাশয় ভরাট, বনভূমি, পাহাড় কাটা ইত্যাদি করা যাবে না।

ICUN-এর বাংলাদেশ জাতীয় কমিটির চেয়ারপারসন হাসনা জসিমউদ্দিন মওদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল বিকাকেন (Sidsel Bkaken), জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার প্রমুখ।

http://www.anandalokfoundation.com/