13yercelebration
ঢাকা

নাসিরনগরসহ বিভিন্ন স্থানে হিন্দুদের উপর পরিকল্পিত ও বর্বরোচিত নির্যাতনের বিচার দাবি

admin
November 4, 2016 5:09 pm
Link Copied!

স্বজন রিপোর্টঃ ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা সম্প্রতি ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার নাসিরনগরসহ কয়েকটি স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর পরিকল্পিত ও বর্বরোচিত হামলা, অগ্নিসংযোগ, নির্যাতন, বাড়ীঘর লুটতরাজ এবং মন্দিরে ভাংচুরের ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন।

শুক্রবার (৪ নভেম্বর) সাংবাদিকদের সংগঠন ‘স্বজন’ এর শতাধিক সাংবাদিক স্বাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি অবিলম্বে সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে পরিকল্পিত এই হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং যে কোন  মূল্যে ধর্মীয় সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ নাসিরনগরের স্থানীয় প্রশাসনের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।

বিবৃতিতে সাংবাদিকবৃন্দ হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত মন্দিরসমূহ পুন:নির্মাণ ও পরিবারসমূহকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। বিবৃতিতে স্বাক্ষর প্রদানকারীরা হলেন :  শ্যামল দত্ত, অজয় দাসগুপ্ত, মনোজ কান্তি রায়, স্বপন দত্ত, সন্তোষ শর্মা, প্রণব সাহা, সুভাষ চন্দ বাদল, আশিষ সৈকত,   রাহুল রাহা, অজিত কুমার সরকার, তপন বিশ্বাস, মধুসূদন মন্ডল, শ্যামল সরকার, প্রণব সাহা, কল্যাণ সাহা, দেবাশিষ চক্রবর্তী উত্তম (উত্তম চক্রবর্তী), ড. অখিল কুমার পোদ্দার,  চিত্তরঞ্জন কর, অজিত কুমার রায়, তরুণ তপন চক্রবর্তী, ড. উৎপল কুমার সরকার, আশীষ কুমার দে, হরলাল রায় সাগর, রতন চন্দ্র বালো, দীপক আচার্য, অনিমেষ কর, রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, সুবীর কুমার নাথ, সেবিকা রানী, স্বপন কুমার দাস, বরুণ ভৌমিক নয়ন, জয়ন্ত আচার্য, কাঞ্চন কুমার দে, শোভন কমল হালদার, অনুপ কুমার খাস্তগীর,  আশীষ কুমার সেন, প্রার্থ প্রতীম ভট্টাচার্য্য, রাজীব ঘোষ, স্বপন সরকার, শ্যামল কান্তি নাগ, অমিতোষ পাল, অমরেষ রায়, রমাপ্রসাদ বাবু, ইন্দ্রজীৎ ঘোষ, অজিত কুমার মহলদার, পংকজ কর্মকার, সঞ্জিত কুমার দাস, স্মৃতিময় ভট্টাচার্য্য, নিতাইপদ দাস, দুলাল চন্দ্র দে, বিপ্লব কুমার দিক্ষিৎ, সত্যেন বিশ্বাস, প্রসূন আশীষ, সঞ্জিব কুমার বসাক, প্রণব কুমার মজুমদার, রুপম ভট্টাচার্য, সমীরণ রায়, সুজন কৈরী, সনৎ নন্দী, অনিল সেন, অঘোর মন্ডল, গণেশ চন্দ্র হওলাদার, সুশান্ত সাহা, প্রশান্ত কুমার কর্মকার, সুীদপ কুমার ঘোষ।

http://www.anandalokfoundation.com/