13yercelebration
ঢাকা

দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে ঢাকা

Brinda Chowdhury
January 30, 2020 8:59 pm
Link Copied!

বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় বৃহস্পতিবার সকালে শীর্ষে উঠে আসে বাংলাদেশের রাজধানী ঢাকা। এদিন সকাল নয়টা ৩৮ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ৪০৮। অর্থাৎ ঢাকার বাতাসের মান স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

মঙ্গোলিয়ার উলানবাটর এবং মিয়ানমারের ইয়াঙ্গুন যথাক্রমে এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে। এই দুই শহরের স্কোর যথাক্রমে ২৫৮ ও ২২৭।

প্রতিদিনের বাতাসের দূষণের পরিমাণ নিয়ে একিউআই সূচক তৈরি করা হয়। একিউআই মান ২০১ থেকে ৩০০ হলে জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এই অবস্থায় শিশু, বয়স্ক এবং অসুস্থদেরকে বাড়ির ভেতরে অবস্থান এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

একিউআই মান ৩০০ ছাড়িয়ে যাওয়া বাতাসের মান মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। একিউআই সূচকে ৫১ থেকে ১০০ স্কোরের বাতাস হলো গ্রহণযোগ্য। এই সূচকে ১০১ থেকে ১৫০ স্কোর পাওয়ার অর্থ হলো বাতাসের মান অস্বাস্থ্যকর। এতে ৫০ এর নিচে স্কোর পাওয়ার মানে হলো বাতাসের মান ভালো।

http://www.anandalokfoundation.com/