13yercelebration
ঢাকা

দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল

admin
August 13, 2017 8:38 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রমের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারিদের সব ধরনের ছুটি বাতিল করেছে সরকার।

আজ রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং এর আওতাধীন অধিদপ্তর ও সংস্থার সকল কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত থাকা জরুরি।

ফলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এবং সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের সরকারি ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করা হলো।

একইসঙ্গে আদেশে এ সকল কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অফিস ত্যাগ না করারও অনুরোধ জানানো হয়েছে।

ক্রমাগত বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েই চলেছে দেশের বিভিন্ন নদীর পানি।

এসব নদীর পানি বিপদসীমার ওপরে ওঠায় ভাসতে শুরু করেছে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ, ঠাকুরগাঁও, জামালপুরের তীরবর্তী এলাকার লাখ লাখ মানুষের ঘরবাড়ি।

http://www.anandalokfoundation.com/