13yercelebration
ঢাকা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৫ হাজার ৯৯৫ মেট্রিক টন চাল বরাদ্দ

Rai Kishori
September 7, 2020 10:42 pm
Link Copied!

শারদীয় দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে দেশের ৬৪ জেলার ৩১ হাজার ৯৮৯ টি পূজামণ্ডপে বিতরণের জন্য ১৫ হাজার ৯৯৪ দশমিক ৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। পূজামণ্ডপে আগত ভক্তদের আহার্য বাবদ বিতরণের জন্য জেলা প্রশাসকদের অনুকূলে আজ এ বরাদ্দ দেয়া হয়। প্রতিটি পূজামণ্ডপের জন্য ৫শ’ কেজি হারে চাল বরাদ্দ দেয়া হয়েছে।

এছাড়া প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা) উদ্যাপন উপলক্ষে দেশের ২১টি জেলা নারায়ণগঞ্জ, দিনাজপুর, চট্টগ্রাম, নোয়াখালী, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, নওগাঁ, সিলেট, রংপুর, ফেনী, বরগুনা, ঢাকা, পটুয়াখালী, রাঙ্গামাটি, কুমিল্লা, সিরাজগঞ্জ, জয়পুরহাট, ঠাকুরগাঁও, বরিশাল ও হবিগঞ্জের ২ হাজার ৭০১টি বৌদ্ধ মন্দিরে বিতরণের লক্ষ্যে এক হাজার ৩৫০ দশমিক ৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে আজ এ বরাদ্দ দেয়া হয়।

নারায়ণগঞ্জ জেলার তল্লা এলাকায় মসজিদে সংঘটিত গত ৫ সেপ্টেম্বর তারিখের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের অনুকূলে আজ আট লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

http://www.anandalokfoundation.com/