ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দীর্ঘ বিরতির পর আজ শুরু প্রিমিয়ার ফুটবল

admin
April 6, 2019 11:41 am
Link Copied!

এক মাস বিরতির পর আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল। ময়মনসিংহের রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামবে নোফেল স্পোর্টিং ক্লাব। বিকাল সাড়ে তিনটায় শুরু হবে এই ম্যাচ। আর বিকাল চারটায় ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন।
প্রিমিয়ার লীগ ফুটবলে লম্বা এ বিরতির কারণ ছিল একাধিক। এই বিরতিতে কম্বোডিয়ার সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রীতি ম্যাচে কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে অংশ নেয় বাংলাদেশ। ওই বাছাই পর্ব শেষে এএফসি কাপে অংশ নেয় প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী।

http://www.anandalokfoundation.com/