দিপক রায়, রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে নৈশ কোচের ধাক্কায় এক মটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে রংপুর-দিনাজপুর মহাসড়কের রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের চড়কডাঙ্গা মোড় নামক স্থানে। তবে নিহত হওয়ার তথ্য তারাগঞ্জ হাইওয়ে থানায় নেই বলে জানিয়েছেন তারাগঞ্জ হাইওয়ে থানা। তারাগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা যায়, সৈয়দপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি নৈশ কোচের ধাক্কায় মটরসাইকেল আরোহী একজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
তবে নিহত কেউ হয়েছে কি’না তা আমাদের জানা নেই। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত তফেল উদ্দিন প্রামাণিকের ছেলে ও বিশিষ্ট ঠিকাদার আ. ছালেকের ছোট ভাই আ. ছাবেদ উদ্দিন প্রামাণিক তার স্ত্রীকে নিয়ে ইকরচালী ইউনিয়নের বরাতী গ্রামে বসবাসরত শ^শুরবাড়িতে মটরসাইকেল যোগে রাতের দাওয়াত খেতে যাচ্ছিলেন।
বরাতী চড়কডাঙ্গা যাওয়ার মোড়ে পৌছলে পিছন থেকে একটি নৈশ কোচ এসে তাদের ধাক্কা দিলে মটরসাইকেল চালক ছাবেদ মহাসড়কের মাঝে ছিটকে পড়লে নৈশ কোচটি তাকে পিষ্ট করে মহাসড়কের ধারে ছিটকে পড়ে। এতে গুরুত্বর আশঙ্কাজনক অবস্থায় তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা রিয়াদুন্নবী রিয়াদ ও রাকিবুল ইসলাম সানার চাচা। কুর্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজালুল হক সরকার সড়ক দুর্ঘটনায় আ. ছালেকের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ।