13yercelebration
ঢাকা

টিকাদানে বড় সফলতা অর্জন করেছে বাংলাদেশ -মার্কিন কর্মকর্তা

নিউজ ডেস্ক
March 21, 2022 4:06 pm
Link Copied!

বাংলাদেশ টিকাদানে বড় সফলতা অর্জন করেছে। ভবিষ্যতে টিকাসহ করোনার যেকোনো সামগ্রী প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে প্রস্তুত। বাংলাদেশের টিকা কর্মসূচির প্রশংসা করে এমন মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

আজ সোমবার (২১ মার্চ) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ফাইজারের টিকা কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে কেন্দ্র পরিদর্শন করেন তিনি এসব কথা বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, তারা ১৮টি ফ্রিজিং ভ্যানে প্রায় ৯০ মিলিয়ন ডলারের বিভিন্ন সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেছেন। প্রশিক্ষণে সহযোগিতা করেছেন। আমরা আশা করি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৬ কোটি ১০ লাখ টিকা উপহার দিয়েছে। আমরা এই পর্যন্ত ২২ কোটি ডোজ টিকা দিয়েছি। এর মধ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষকে উপহার হিসেবে দিয়েছে ৬ কোটি ১০ লাখ ডোজ ফাইজার এবং মর্ডানার টিকা।

এ সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক মীরজাবী সেব্রিনা ফ্লোরা, অধিদপ্তরের ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।

http://www.anandalokfoundation.com/