আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সান্তাহার বগুড়া মহাসড়কে চালককে হত্যা করে সিএনজি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
জানা যায়, শুক্রবার রাত ৯ টার দিকে সান্তাহার সিএনজি ষ্ট্যান্ড থেকে যাত্রী বেশে ৫ জন ছিনতাইকারী সিএনজিটি রির্জাভ করে বগুড়ার উদ্দ্যেশে রওনা দেয়। পথের মধ্যে চৌমূহনী উচু ব্রিজের নিকট পৌঁছালে ছিনতাইকারীরা চালক আব্দুস সালাম (৩৫) কে গলায় ফাঁস দিয়ে হত্যা করে রাস্তার পার্শ্বে ফেলে সিএনজিটি নিয়ে পালিয়ে যায়।
শনিবার সকালে স্থানীয় জনতা দুপচাঁচিয়া থানা পুলিশে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে বগুড়া মর্গে প্রেরন করে। চালক আব্দুস সালাম আদমদীঘি উপজেলার কালাইকুড়ী গ্রামের মৃত জসিম উদ্দিনের পুত্র বলে জানা গেছে।