13yercelebration
ঢাকা

ঘুর্ণিঝড় ফণী চলাকালীন ও পরবর্তী স্বাস্থ্য সেবার প্রস্তুতি

Rai Kishori
May 3, 2019 10:07 pm
Link Copied!

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ঘুর্ণিঝড় ফণী চলাকালীন ও পরবর্তী স্বাস্থ্য সেবার প্রস্তুতি পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ফোন নম্বর ০২-৯৮৫৫৯৩৩/ ০১৭৫৯-১১৪৪৮৮। বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগে মোট ২,৩৬২টি মেডিকেল টিম ও স্থানীয় পর্যায়ের অ্যাম্বুলেন্সগুলো প্রস্তুত রাখা হয়েছে।

মাঠ পর্যায়ে পর্যাপ্ত ঔষধ ও চিকিৎসা সামগ্রীর সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ঘুর্ণিঝড় সংক্রান্ত পরিস্থিতি মোকাবেলার জন্য গাইড লাইন প্রেরণ করা হয়েছে। তাৎক্ষণিক মোবাইল ফোনে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ নেওয়ার জন্য জনগণকে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ কল সেন্টার স্বাস্থ্য বাতায়নে ১৬২৬৩ নম্বরে ফোন করার পরার্শ দেয়া হয়েছে।

http://www.anandalokfoundation.com/