14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গ্রেনেড হামলায় আহত হয়ে আজও শরীরের বয়ে বেড়াচ্ছে গ্রেনেডের স্প্রীন্টার

admin
August 24, 2016 11:27 am
Link Copied!

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: ২০০৪ সালের ২১ আগষ্টের গ্রেনেড হামলায় আহত হয়ে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতঙ্গে বয়ে নিয়ে বেড়াচ্ছে গ্রেনেডের স্প্রীন্টার। জীবন চলছে ঠেলা গাড়ির মতো আর অনেকেই নির্ভরশীল হয়ে পরেছে অন্যের উপর। এমন আহতের সংখ্যা মাদারীপুরে অন্তত ৪ জনের সন্ধান মিলেছে। চাওয়া মতে দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হলেও নিজেদের ভাগ্যে কি পরিবর্তন হয়েছে?

ছায়েদুরের জীবন কাটে এখন দিন মজুর করে। ছায়েদুল নিজের শাররীক অসুস্থতার কথা গোপন রেখে প্রেমের সম্পর্ক করে ইসরাত জাহান তাপসীর সাথে। চার বছর পূর্বে প্রেমের সম্পর্ক বিয়েতে পরিনত হয়েছে। এখন ছায়েদুল-তাপসী দম্পাতি ২ বছর বয়সী আব্দুল্লাহ নামের একটা পুত্র সন্তান রয়েছে। স্ত্রী তাপসী এ বছর বিএ দ্বীতিয় বর্ষের ছাত্রী। ছায়েদুল অষ্টম শ্রেনী পর্যন্ত পড়াশুনা করে অভাবের কারনে গার্মেনেটসে কাজ করেছে। এখন স্ত্রী যদি বিএ পাশকরে একটা সরকারী চাকুরী পায় তাহলে ছায়েদুরের ইচ্ছা পূরন হবে। প্রধান মন্ত্রী শেখ হাসিনা ছায়েদুলকে যে ২ লক্ষ টাকা অনুদান দিয়েছে তা একটা ব্যবসার মূলধন করেছে। মাসে যে ২ হাজার টাকা চিকিৎসা খরচ পায় তা ৫ হাজার করা হলে ঔষুধের খরচ হতো।

আহত ছায়েদুল জানায়, রাজধানীর পল্লবী এলাকায় থেকে গার্মেন্টেসে কাজ করতেন তিনি। তখন ওই এলাকায় কালকিনি উপজেলার আরও অনেকে থাকতেন। পল্লবী থানা এলাকার তৎকালীন আওয়ামীলীগ নেতা ছত্তর মোল্যা ও ইলিয়াস মোল্যার নেতৃত্বে ২০০৪ সালের ২১ আগষ্ট আওয়ামীলীগের সমাবেশে যায়। আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা থেকে অনেক দূরে ছিলেন কালকিনির ছায়েদুল, হালান ও কবির। তাহারা নেত্রীকে কাছ থেকে দেখার জন্য মঞ্চের সামনে যায় তখন বিকাল ৫টা বাজে। এম মধ্যেই গ্রেনেট হামলা হয়। গুরুতর আহত হয় ছায়েদুল। ছায়েদুলের প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরে পঙ্গু ও পিজি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

ছায়েদুলের স্ত্রী ইসরাত জাহান তাপসী বলেন, ছায়েদুল তার অসুস্থ্যতা গোপন রেখে প্রেম করে বিয়ে করেছে। এখন প্রতিরাতে মাথা ও চোখের যন্ত্রনায় কাতরায়। আগে জানলে এমন অসুস্থ্য মানুষকে বিয়ে করতাম না।

২০০৪ সালের ২১ আগষ্টের সমাবেশে যে সকল নেতা কর্মীগণ বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও তৎকালিন বিরোধী দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে কাছ থেকে দেখতে গিয়েছেন সেদিন তারাই গ্রেনেটের আঘাতে আহতসহ জীবন দিয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন মাদারীপুরের কালকিনি উপজেলার চর ঝাউতলা গ্রামের মৃত ওহেদ আলী সরদারের ছেলে ছায়েদুর সরদার, দক্ষিন কৃষ্টপরি গ্রামের দলিল উদ্দিন বেপারীর ছেলে কবির, নয়াচর গ্রামের মোহাম্মদ হাওলাদারের ছেলে হালান ও সদর উপজেলার ছিলারচর রঘুনাথপুর গ্রামের প্রাণ কৃষ্ণ।

আহত কবির বেপারী ও হালান হাওলাদারের ঠিকানায় গিয়ে তাদের সাথে দেখা করা সম্ভব হয় নাই। তখন প্রতিবেশীদের সাথে আলাপ কালে জানা যায়, কবির বেপারী মালয়েশিয়া চলে গেছে আর হালান রাজধানীর পল্লবীতে মুরগির ব্যবসা করে।

কথা হয় সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম রঘুরামপুর গ্রামের প্রান কৃষ্ণে সাথে। তখন তার মুখেই বলেন নিজের বিভিশিখাময় সেই মূহুর্তের বর্ননা। সেদিনের গ্রেনেট হামলায় চোখ হারিয়ে এখন পরিবারের বোঝা হয়ে স্ত্রীর সামান্য উপার্জনের উপর নির্ভর করে। তার স্ত্রী গরুর গোবর দিয়ে জ¦ালানী বানিয়ে বিক্রি করে সংসার চালান। চোখ হারানো প্রানকৃষ্ণ পায়নি সামান্য স্বীকৃতিটুকুও। এতবড় সংসারে তার বেঁচে থাকা যেন অনর্থক। প্রধানমন্ত্রীর কাছে তার আবেদন সে বড়লোক হতে চায় না। শুধু মৌলিক অধিকার পেলেই সে সুখী হবে।

আহতদের সকলের ইকই দাবী তার যেন খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। আর জীবদ্দশায় দেখে যেতে পারে এ ঘৃণ গ্রেনেট হামলা করে যারা মানুষ মারছে তাদের যেন বিচার হয়। আহতদের বা তাদের সন্তান ও স্ত্রীদের যোগ্যতা অনুযায়ী সরকারী চাকুরি হয়।

http://www.anandalokfoundation.com/