খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও চালের বাজার নিয়ন্ত্রণ করতে সরাসরি কৃষকের কাছ থেকে ৫০ লাখ মেট্রিক টন ধান ক্রয় করতে হবে। প্রত্যেক গ্রামে গ্রামে সেনাবাহিনীর দরে রেশনিং ব্যবস্থা চালু করার দাবী জানিয়েছে সমাজতান্ত্রিক ক্ষেতমুজুর ও কৃষকফ্রন্ট।
আজ শনিবার (১১জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নওগাঁরসাপাহার জিরো পয়েন্ট মুক্তমঞ্চে “কৃষক বাঁচাও কৃষি বাঁচাও দেশ বাঁচাও” প্রতিপাদ্য বিষয়কে নিয়ে আলোচনা সভায় বক্তারা এমন দাবী জানান।
এসময় বক্তারা বলেন জাতীয় উন্নয়ন বাজেটের ৪০% কৃষিখাতে বরাদ্দ দিতে হবে।
বক্তব্য প্রদান করেন নওগাঁ জেলা বাসদ’র আহবায়ক জয়নাল আবেদীন মুকুল, কালিপদ সরকার আহবায়ক মহাদেবপুর, মঙ্গল কিসস্কু আহবায়ক সাপাহার।
উক্ত আলোচনা সভায় সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।