13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গ্যাস সংকট সারা বিশ্বে চলছে আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপ নই -কাদের

নিউজ ডেস্ক
July 25, 2022 4:59 pm
Link Copied!

জ্বালানি, গ্যাস সংকট সারা বিশ্বে চলছে। এটা সবাই জানে। আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপ নই। সংকটটা সামনের দিনগুলোতে আরও বাড়বে কি না, সেটা এ মুহূর্তে বলতে পারব না। বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার (২৫ জুলাই) দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে চা খাওয়ার দাওয়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘পলিটিকাল হিউমার’। দলটির সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে যাওয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। আন্দোলন করতে গেলে চাও খাওয়ানো যেতেই পারে। এটা এমন কিছু নয়। আওয়ামী লীগ মনেপ্রাণে চায় নির্বাচনে বিএনপি আসুক, থাকুক।

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। তবে ইসির এই সংলাপে বিএনপি, জেএসডিসহ তাদের সমমনা ১১টি রাজনৈতিক দল যাবে না বলে আগেই জানিয়েছে।

তবে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপির মতো বড় দল নির্বাচনে না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। নির্বাচন নিয়ে সৃষ্ট বিরোধ মীমাংসায় তিনি আওয়ামী লীগ ও বিএনপিকে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন। তবে আওয়ামী লীগের সঙ্গে সংলাপে না যাওয়ার বিষয়টি বিএনপি আগেই পরিষ্কার করেছে। আওয়ামী লীগের পক্ষ থেকেও বলা হয়েছে এ বিষয়ে তারা এখনও সিদ্ধান্ত নেয়নি।

তিনি আরও বলেন, ইসির সংলাপে যাওয়া বিএনপির রাজনৈতিক অধিকার। কিন্তু সংলাপে না যাওয়াতে তারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন।

কাদের বলেন, জ্বালানি নিয়ে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। তাতে মনে হয় পরিস্থিতি সামাল দিতে পারব। আমাদের এগুলো মেইনটেইন করতে হবে, কৃচ্ছ্রসাধন করতে হবে।

http://www.anandalokfoundation.com/