উৎসবমুখর পরিবেশে বরিশালের গৌরনদী উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান পদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার ৯ অক্টোবর সকাল দশটা থেকে শুরু হয়ে ভোটগ্রহন চলে বিকেল তিনটা পর্যন্ত। ভোটে সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সোহানুর রহমান সোহাগ ছাতা প্রতীক নিয়ে ৩৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী সিনিয়র সাংবাতিক জহুরুল ইসলাম জহির চেয়ার প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ ভোট।
অপরপ্রার্থী জাকির হোসেন বটগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২০ ভোট। নির্বাচন কমিশনার ও জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক আমিনুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।