ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আদালতের অনুমতি নিয়ে বিদেশ যেতে পারবেন খালেদা জিয়া-স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যেতে হলে আদালতের মাধ্যমে যেতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (১১ জুন) দুপুরে রাজধানীর কাকরাইলে আইডিবির প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেগম জিয়া মামলায় সাজাপ্রাপ্ত আসামি।  তার চিকিৎসার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। বিদেশে যেতে হলে তাকে আদালতের মাধ্যমে যেতে হবে।

এ সময় আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা হয়েছে, যা ঠিক না। মোহাম্মদপুরের ঘটনা দুঃখজনক। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের সংযত হ‌ওয়া উচিত ছিল।

মন্ত্রী বলেন, পুলিশের গায়ে হাত তুলবে পুলিশ বসে থাকবে, সেটা সঠিক না। পুলিশ সময়মতো কাজ করছে বলেই উন্নয়ন, নিরাপত্তার গতি সব ঠিকমতো চলছে।

http://www.anandalokfoundation.com/