13yercelebration
ঢাকা

খাদ্যগুদামে খাদ্যশস্য ধারণক্ষমতা ৩৫ লাখ মেট্রিক টনে উন্নীত -খাদ্যমন্ত্রী

ডেস্ক
July 2, 2023 7:36 pm
Link Copied!

দেশের খাদ্যগুদামে খাদ্যশস্য ধারণক্ষমতা ৩৫ লাখ মেট্রিক টনে উন্নীত করা হবে। ২১ লাখ ৮০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য ধারণক্ষমতা আছে। বর্তমানে ২০ লাখ মেট্রিক টনের বেশি খাদ্যশস্য মজুদ আছে। বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ রোববার (২ জুলাই) বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর এলাকায় ১ হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতা সম্পন্ন নবনির্মিত লোকাল সাপ্লাই ডিপোর (এলএসডি) উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এই কথা জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, দেশে ৮টি আধুনিক স্টিলসাইলো নির্মাণ করা হচ্ছে। এর কাজ প্রায় শেষের দিকে। এতে করে আরও সাড়ে ৬ লাখ মেট্রিক টন খাদ্যশস্য ধারণ ক্ষমতাবৃদ্ধি পাবে। পাশাপাশি সারাদেশে ৫ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার আরও ২০০টি প্যাডি সাইলোনির্মাণ করা হবে। ইতিমধ্যে ৩০টি অনুমোদন হয়ে গেছে।

প্যাডি সাইলো নির্মিত হলে প্রান্তিক কৃষক সহজেই ধান সরবরাহ করতে পারবেন। কৃষক ভেজা ধান নিয়ে এলেও তা রাখার সুযোগ থাকছে। ভেজা ধান রাখলে স্বয়ংক্রিয়ভাবে তা শুকিয়ে যাবে। ভেজার অভিযোগে আর কোনো কৃষকের ধান ফেরত নিয়ে যেতে হবে না।

http://www.anandalokfoundation.com/