13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ক্যাট মা হতে চান!

admin
February 18, 2016 11:20 am
Link Copied!

বিনোদন ডেস্ক: বলিউড তারকা ক্যাটরিনা কাইফের এই মুহূর্তে ভালো সময় যাচ্ছে না। সম্প্রতি রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। সদ্য মুক্তি পাওয়া ফিতুর ছবিও সাফল্যের মুখ দেখেনি। এত কিছুর পরেও ভেঙে পড়েননি ক্যাট। তবে তিনি তিনি নাকি মা হতে চাইছেন।

সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে এমনই ইঙ্গিত দিয়েছেন।

ক্যাট জানিয়েছেন, তিনি চান তার সন্তান থাকুক। তারা ছয় ভাইবোন। তাই বাড়িতে সবসময় হৈ হুল্লোড় লেগেই থাকত। তারা বোনরা এতটাই একসঙ্গে সময় কাটাতেন যে বন্ধুর কোনো দরকারই হয়নি ক্যাটের। সেই সূত্র ধরেই সন্তানের কথা বলেন ক্যাট।  তিনি সবসময়েই বন্ধুদের সঙ্গে, সন্তানদের সঙ্গে, পৌত্র পৌত্রীদের সঙ্গে থাকতে ভালোবাসেন। সেভাবেই থাকতে চান ক্যাট।

http://www.anandalokfoundation.com/