13yercelebration
ঢাকা

রাজধানীতে করোনায় মারা গেলে খিলগাঁও-তালতলা কবরস্থানে দাফন

Rai Kishori
March 20, 2020 3:39 pm
Link Copied!

রাজধানী ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীতে কেউ মারা গেলে তাকে খিলগাঁও-তালতলা কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন।

বৃহস্পতিবার বিকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্বাস্থ্য বিভাগের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোমিনুর রহমান মামুন।

তিনি বলেন, ঢাকায় কেউ করোনাভাইরাসে মারা গেলে তাদের তালতলা কবরস্থানের একটি অংশে সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় দাফন করা হবে। দুই সিটির দুই জন সমাজকল্যাণ কর্মকর্তা তালতলা কবরস্থান পরিদর্শন করে জানাবেন ঠিক কোন স্থানে দাফন করা যাবে। বিশ্বে মহামারীর রূপ পাওয়া নভেল করোনাভাইরাসে বাংলাদেশে প্রথম একজনের মৃত্যু হয় বুধবার। বিদেশ ফেরত এক ব্যক্তির সংস্পর্শে আসায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সত্তর বছরের ওই বৃদ্ধ।

সভার আরও সিদ্ধান্ত হয়, হোম কোয়ারেন্টিন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে, ডিএনসিসির কমিউনিটি সেন্টারগুলোতে জনসমাগম যাতে না হয় এজন্য সেগুলোতে আপাতত উৎসব কিংবা অনুষ্ঠান ইত্যাদি বন্ধ থাকবে।

http://www.anandalokfoundation.com/