13yercelebration
ঢাকা

ইসলামি রাষ্ট্র ঘোষণা জাম্বিয়াকে

admin
December 13, 2015 12:47 pm
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: জাম্বিয়াকে ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট ইয়াহইয়া জামেহ এ ঘোষণা দেন।

জাম্বিয়ার মোট জনসংখ্যা ১৮ লাখ। দেশটির ৯০ শতাংশ জনগণই মুসলমান। ১৯৬৫ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পায় দেশটি।

শুক্রবার রাজধানী বানজুল থেকে ১৫ কিলোমিটার পশ্চিমে  উপকূলীয় গ্রাম ব্রাফাতে একটি রাজনৈতিক র‌্যালি শেষে প্রেসিডেন্ট ইয়াহইয়া বলেন, ‘দেশের ধর্মীয় পরিচয় ও মূল্যবোধের ওপর দাঁড়িয়ে আমি জাম্বিয়াকে ইসলামিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দিচ্ছি। জাম্বিয়া আর ঔপনিবেশিক আমলের আইনে চলবে না।’

তবে ইসলামিক রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হলেও দেশটিতে সংখ্যালঘু খ্রিষ্টান সম্প্রদায়ের অধিকারও সুরক্ষিত হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইয়াহইয়া।

তিনি বলেন, ‘পোশাকের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা আরোপ করা হবে না। আমরা একটি ইসলামিক রাষ্ট্র হব, যেখানে সকল নাগরিক ও অনাগরিকের অধিকার রক্ষিত হবে।’

প্রসঙ্গত, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলো প্রেসিডেন্ট জামেহর ব্যাপক সমালোচনা করে আসছে। ১৯৯৪ সাল থেকে জাম্বিয়ার ক্ষমতায় রয়েছেন তিনি।

http://www.anandalokfoundation.com/