13yercelebration
ঢাকা

ইরান দ্বারা হামলা হওয়ার আশঙ্কা ব্রিটেনে, ব্রিটিশ জাহাজ বন্ধ

Rai Kishori
August 1, 2019 10:23 am
Link Copied!

চলতি মাসের শুরুর দিকে ইরান ও ব্রিটেনের মধ্যে হামলা হওয়ার আশঙ্কার কথা জানান ব্রিটিশ কোম্পানির অন্যতম প্রধান কর্মকর্তা ব্রায়ান গিলভারি। উত্তেজনা ছড়িয়ে পড়ার পর থেকে এখনও পর্যন্ত হরমুজ প্রণালীতে তারা কোনও জাহাজ নেন নি। বরং এর পরিবর্তে ভাড়া করা জাহাজে করে গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে তেল পরিবহন করা হয়েছে।

হরমুজ প্রণালী দিয়ে কোনও জাহাজ নিয়ে যাওয়ার পরিকল্পনা নেই বলে জানাল তেল ও গ্যাস কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়াম।

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ব্রিটিশ জাহাজগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য ব্রিটেন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এইচএমএস ডানক্যান এবং ফ্রিগেট এইচএমএস মন্টরোজ মোতায়েন করা সত্ত্বেও ব্রিটিশ পেট্রোলিয়াম তৈলবাহী জাহাজ পাঠাতে চায়নি।

গত ১৯ জুলাই যখন ব্রিটেনের একটি তেলবাহী ট্যাংকার আটক করে তখন ব্রিটিশ যুদ্ধজাহাজ মন্টরোজ ইরানি সেনাদের হুমকির মুখে পিছু হটে বলে জানা যায়। ব্রিটিশ তেল ট্যাংকার স্টেনা ইমপেরো ইরানের একটি মাছধরা ট্রলারকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি তাকে আটক করে।

এর আগে ৪ জুলাই জিব্রাল্টার প্রণালী থেকে ব্রিটিশ মেরিন সেনারা ইরানের একটি তৈলবাহী জাহাজ আটক করেছিল।

http://www.anandalokfoundation.com/