13yercelebration
ঢাকা

ইনজুরি নিয়েই খেলবেন কুইন্টন ডি কক

admin
March 24, 2017 3:09 pm
Link Copied!

স্পোর্টস ডেস্কঃ আঙুলে ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামাটা অনিশ্চিতই ছিল কুইন্টন ডি ককের। এখনো পুরোপুরি সুস্থও হয়ে উঠতে পারেননি এই উইকেট রক্ষকব্যাটসম্যান। কিন্তু তারপরও তাঁকে বাদ দিয়ে কোনোমতেই মাঠে নামতে রাজি নন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ফাফ দু প্লেসি। শেষ পর্যন্ত তাই ইনজুরি নিয়েই খেলতে হবে ডি কককে

টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন দারুণ ফর্মে থাকা ডিক। চোটটা পুরোপুরি সেরে উঠতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানানো হয়েছে দক্ষিণ আফ্রিকা দলের চিকিৎসকদের পক্ষ থেকে। কিন্তু ডি কককে কোনোমতেই দল থেকে বাদ দিতে চাইছেন না দু প্লেসি। তিনি বলেছেন, ‘কুইন্টন এমন এক খেলোয়াড়, যাঁর কোনো বিকল্প নেই। আমার দিক থেকে, আমি সব সময়ই তাঁকে দলে রাখতে চাই।ইনজুরি সত্ত্বেও বিশেষ ব্যথানাশক ব্যবস্থা নিয়ে ব্যাটিং ফিল্ডিং অনুশীলন করেছেন ডি কক

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জয়ের পেছনে বড় অবদান ছিল ডি ককের। ৯৪ রানে ছয় উইকেট হারানোর পর তিনি খেলেছিলেন ৯১ রানের দারুণ এক ইনিংস

অন্যদিকে, চোটে জর্জরিত হয়ে আছে নিউজিল্যান্ড। তৃতীয় টেস্টে মাঠে নামতে পারবেন না দলের প্রধান তিন খেলোয়াড় টিম সাউদি, ট্রেন্ট বোল্ট রস টেলর

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচেও জয় পেলে অস্ট্রেলিয়াকে টপকে টেস্ট ্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে আসতে পারবে প্রোটিয়ারা

http://www.anandalokfoundation.com/