13yercelebration
ঢাকা

ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের শেষ দিন

admin
August 7, 2016 9:47 am
Link Copied!

ক্রীড়া ডেস্ক: এজবাস্টন টেস্টে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৪১৪ রান। স্বাগতিকরা এগিয়ে আছে ৩১১ রানে।

এজবাস্টনে চতুর্থ ইনিংসে তিন শ’ রানের বড় টার্গেট দিয়ে কখনো টেস্ট হারেনি ইংল্যান্ড। এই মাঠে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২৮১ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে। এর আগে ১১ বার ৩০০ বা এর বেশি রানের টার্গেট দেওয়া দল সাতবারই জিতেছে। এ ছাড়া চতুর্থ ইনিংসে ৮০ ওভারের বেশি খেলার ঘটনাই আছে মাত্র তিনবার।

আগের দিনের বিনা উইকেটে ১২০ রান নিয়ে শনিবার তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। তবে দিনের শুরুতেই ফিরে যান আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান অ্যালিস্টার কুক (৬৬)ও অ্যালেক্স হেলস (৫৪)।

দিনের শুরুতেই দুই ওপেনারকে হারানো ইংল্যান্ড প্রতিরোধ গড়ে রুট ও জেমস ভিন্সের ব্যাটে। তৃতীয় উইকেটে এই দুজন গড়েন ৯৫ রানের জুটি। ইয়াসির শাহর বলে রুট (৬২) মোহাম্মদ হাফিজের ক্যাচে পরিণত হলে ভাঙে ৩৫.৪ ওভার স্থায়ী এই জুটি।

এরপর দলীয় ২৮২ রানের মধ্যে ভিন্স (৪২) গ্যারি ব্যালান্স (২৮) ফিরে গেলেও  ষষ্ঠ উইকেটে ১৩২ রানের জুটি গড়ে ইংল্যান্ডের লিড ৩০০ পার করেন জনি বেয়ারস্টো (৮২*) ও মঈন আলী (৬০*)। পঞ্চম দিনে ইংল্যান্ড অধিনায়ক কুক ইনিংস ঘোষণা করেন কখন, সেটাই এখন দেখার অপেক্ষা।

http://www.anandalokfoundation.com/