13yercelebration
ঢাকা

আসন্ন কালী পূজার দু’দিন আগে দুইটি গ্রামে ৫টি মন্দিরের প্রতিমা ভাঙ্গচুর

অনলাইন ডেস্ক
November 2, 2021 3:34 pm
Link Copied!

(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় রাতের অন্ধকারে দুইটি গ্রামে ৫টি মন্দিরের প্রতিমা ভাঙ্গচুর করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ভবানীপুর ও শরিওয়ালা গ্রামে মোট ৫টি মন্দিরের প্রতিমা ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে।

এর মধ্যে ভবানীপুর ৩টি মন্দিরে ও শরিওয়ালায় ২টি মন্দিরের শিব কালী ও সন্যাস প্রতিমা ভেঙ্গে ফেলে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে মাঠে কাজে করার জন্য মন্দিরের পাশদিয়ে হেটে যেতেই মন্দিরে ভিতরে থাকা শিব কালী প্রতিমাগুলো ভাঙ্গচুর অবস্থায় মুখ থুবরে পরে রয়েছে।
এসময় তারা থানা পুলিশে খবর দিলে অতিরিক্ত পুলিশ সুপার নওগাঁ (ক্রাইম) গাজিউর রহমান
ও স্থানীয় প্রশাসন ঘটনা স্থল পরিদর্শন করেন।
পূজা উদযাপন পরিষদের সভাপতি নিরাঞ্জন মন্ডল এঘটনায় জরিতদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নওগাঁ (ক্রাইম) গাজিউর রহমান এর সাথে কথা হলে তিনি জানান,সরকারকে বেকায়দায় ফেলাতে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বেকায়দায় ফেলার জন্য একটা দুষ্ট চক্র যারা সর্বদায় স্বাধীনতার বিরোধিতা করে এসেছে,
এরাই বিভিন্ন ভাবে সরকারকে বেকায়দায় ফেলার জন্য এরকম ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে স্বল্প সময়ের মধ্যে এই দুস্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো।

http://www.anandalokfoundation.com/