13yercelebration
ঢাকা

আশুগঞ্জ গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়, সিলেটের অনেক এলাকায় নেই বিদ্যুৎ

Link Copied!

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ১৩২ কেভি গ্রিডে বিপর্যয়ের কারণে সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় বিদ্যুৎহীন।
শনিবার (৪মে) রাত ৮টা থেকে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে সিলেট মহানগর ও দক্ষিণ সুরমার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. জারজিসুর রহমান রনি ।
বিদ্যুৎ বিভাগের একটি সূত্র জানিয়েছে, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ১৩২ কেভি গ্রিড লাইন ট্রিপ হয়েছে। তবে রাতের মধ্যেই ধীরে ধীরে সিলেট বিভাগের সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. জারজিসুর রহমান রনি জানান, আশুগঞ্জ গ্রিডে সিলেট বিভাগের ১৩২ কেভি লাইনে বিপর্যয় (ট্রিপ) হয়। এতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে, তা শিগগিরই ঠিক হয়ে যাবে। ইতোমধ্যে সিলেটের কুমারগাঁও গ্রিড চালু করা হচ্ছে। বাকিগুলোও ধীরে ধীরে চালু করা হবে।
http://www.anandalokfoundation.com/