মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের হিজুলী গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত ফুটবলে হাসনাবাদ ফুটবল একাদশ জয় লাভ করেছে।
গতকাল রোববার বিকেলে সদর উপজেলার হিজুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবলে হাসনাবাদ ফুটবল একাদশ ২-০ গোলে সদর উপজেলার মোমিনপুর ডায়মন্ড ক্লাবকে পরাজিত করেছে। বিজয়ী হাসনাবাদ ফুটবল একাদশের পক্ষে ইমন ও ইমান একটি করে গোল করেন। খেলা পরিচালনা করেন সাইদুল ইসলাম কানাই। বিপুল পরিমান দর্শক খেলাটি উপভোগ করেন।