বিনোদন ডেস্ক : হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে চলতি মাসেই ঢাকায় আসছেন কলকাতার অভিনেত্রী পাওলি দাম। ১৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে সিনেমাটির নতুন লটের দৃশ্যধারণ। এতে অংশ নিতে ৯ সেপ্টেম্বর ঢাকায় আসবেন ‘মনের মানুষ’ অভিনেত্রী পাওলি। এই তথ্য জানিয়েছেন নির্মাতা হাসিবুর রেজা কল্লোল। তিনি বলেন, ‘টানা ১৪ দিন দৃশ্যধারণের পরিকল্পনা রয়েছে।
সবকিছু ঠিক থাকলে কক্সবাজার, রাঙামাটি ও ঢাকার বিভিন্ন জায়গায় দৃশ্যধারণ করব। এতে আরও অংশ নেবেন শাকিব খান, কাবিলা, ডন, আশরাফ কবিরসহ অনেকে। সত্তা’র সঙ্গীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার। পাওলি দামের মায়ের চরিত্রে অভিনয় করছেন শামীমা নাজনীন। আরও দেখা যাবে আহমেদ রুবেল, কাবিলা ও নাসরিনকে।