আজ বৃহস্পতিবার(২২জুন) রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখতে করণীয়ঃ চন্দ্র কর্কট রাশিতে সঞ্চার করবে। আবার আদ সারাদিন অশ্লেষা নক্ষত্রের প্রভাব থাকবে। অন্য দিকে মিথুন রাশিতে বিরাজমান সূর্য আর্দ্রা নক্ষত্রে প্রবেশ করবে। সূর্যের আর্দ্রা নক্ষত্রে প্রবেশের ফলে বর্ষা ঋতুর সূচনা হচ্ছে। পাশাপাশি সূর্য, চন্দ্র ও অন্য গ্রহের পরিস্থিতির কারণে মেষ ও সিংহ রাশির জাতকরা আর্থিক দিক দিয়ে লাভান্বিত হবেন। আবার মিথুন রাশির জাতকদের প্রভাব বৃদ্ধি পাবে।
মেষ রাশিফল (Aries Horoscope): মেষ রাশির জাতকদের আজকের দিনটি সুখে কাটবে। জীবনে সুখ-শান্তি অনুভব করবেন এই রাশির জাতকরা। ব্যবসায়ীরা ভালো মুনাফা অর্জন করবেন। এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি উন্নত হবে। আবার অংশীদারীর ব্যবসা করছেন যাঁরা, তাঁরা অংশীদারদের সহযোগিতা লাভ করবেন। সন্ধ্যা নাগাদ পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে কোনও ভালো স্থানে ঘুরতে যাবেন। মান-সম্মান বৃদ্ধি পাবে। আপনার শুরু করা নতুন কাজে সাফল্য লাভ করবেন এই রাশির জাতক। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।
ভাগ্য সঙ্গে রাখতে করণীয়ঃ আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। শনি স্তোত্র পাঠ করুন।
বৃষ রাশিফল (Taurus Horoscope): বৃষ রাশির জাতকদের প্রেম জীবনে উৎসাহ সঞ্চারিত হবে। প্রেম জীবনে কোনও বড়সড় সিদ্ধান্ত নিতে পারেন। কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত সমস্যা শেষ হবে, তাই চিন্তা করবেন না। ভাইদের সহযোগিতায় উন্নতি হবে। পারিবারিক দায়িত্ব পূর্ণ করবেন। এক সঙ্গে একাধিক দায়িত্ব হাতে আসায় মানসিক দিক দিয়ে চিন্তিত ও অবসাদগ্রস্ত হবেন। বাবার স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। সন্ধ্যাবেলা পরিজনদের সঙ্গে আলোচনা করে কাটাবেন।
ভাগ্য সঙ্গে রাখতে করণীয়ঃ ভাগ্য ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। গণেশ চালিসা পাঠ করুন।
মিথুন রাশিফল (Gemini Horoscope): মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি উৎসাহে পরিপূর্ণ। সামাজিক ক্ষেত্রে প্রতিষ্ঠা ও খ্যাতি বাড়বে। ব্যস্ততার কারণে প্রেম জীবনে মনোনিবেশ করতে পারবেন না। নিকটাত্মীয়ের সঙ্গে কোনও সমস্যা চলতে থাকলে, আলোচনার মাধ্যমে তাঁর সমাধান বের করতে পারবেন। পারিবারিক জীবনে মনোনিবেশ করবেন। পারিবারিক সমস্যার সমাধান বের করতে পারবেন। আকস্মিক যাত্রা করতে পারেন এই রাশির জাতক। গুরুত্বপূর্ণ জিনিস ও দলিল সাবধানে রাখুন। কারণ তা চুরি যেতে পারে।
ভাগ্য সঙ্গে রাখতে করণীয়ঃ ভাগ্য ৯১ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। শিবলিঙ্গে গঙ্গাজল ও দুধ নিবেদন করুন।
কর্কট রাশিফল (Cancer Horoscope): আজ কর্কট রাশির জাতকদের সামনে উন্নতির নতুন পথ প্রশস্ত হবে। এর ফলে সমস্ত কাজ ভালো ভাবে পূর্ণ হবে। আনন্দিত থাকবেন এই রাশির জাতক। চাকরি ও ব্যবসায়িক স্থানে পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। ভেবেচিন্তে কাজ করুন এবং তাতে সাফল্য লাভ করবেন। পারিবারিক সম্পত্তি লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। নিজের ও পরিজনদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। পরিজনদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন।
ভাগ্য সঙ্গে রাখতে করণীয়ঃ আজ ৮৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। মা-বাবার আশীর্বাদ গ্রহণ করুন।
সিংহ রাশিফল (Leo Horoscope): সিংহ রাশির জাতকরা সন্তানের ভবিষ্যতের জন্য পরিকল্পনা করবেন। আবেগতাড়িত হয়ে কাউকে মনের কোনও কথা জানিয়ে বসবেন না, তা না-হলে পরে সমস্যায় জড়াতে পারেন। রোজগারের ক্ষেত্রে পদ ও প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। নিরাপত্তা ক্ষেত্রের সঙ্গে জড়িত জাতকদের মান-সম্মান বৃদ্ধি পাবে। শ্বশুরবাড়ির তরফে অর্থ লাভ সম্ভব। নতুন ব্যবসা শুরুর জন্য দিন ভালো। ব্যবসায় যাত্রা করতে হতে পারে। এ ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হবেন এই রাশির জতক।
ভাগ্য সঙ্গে রাখতে করণীয়ঃ ভাগ্য ৭৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গোরুকে সবুজ ঘাস খাওয়ান।
কন্যা রাশিফল (Virgo Horoscope): কন্যা জাতকরা আজ ব্যবসায় নতুন কিছু করার চেষ্টা করবেন, এতে পরিবারের সদস্যদের সহযোগিতা লাভ করবেন। পরিবারের সদস্যদের সাহায্যে পারিবারিক সমস্যার সমাধান বের করতে সফল হবেন। ছাত্রছাত্রীরা পছন্দমতো সাফল্য লাভ করবেন। উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে। আত্মীয়দের ভেবেচিন্তে অর্থ ধার দিন, কারণ এর ফলে সম্পর্কে অবসাদ সৃষ্টি হতে পারে। বিবাহযোগ্য জাতকরা বিয়ের প্রস্তাব পাবেন। পরিবারে কোনও শুভ অনুষ্ঠান আয়োজিত হবে। শুভ কাজে অর্থ ব্যয় করবেন।
ভাগ্য সঙ্গে রাখতে করণীয়ঃ ভাগ্য ৭৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। লক্ষ্মীর পুজো ও লক্ষ্মী স্তোত্র পাঠ করুন।
তুলা রাশিফল (Libra Horoscope): তুলা রাশির জাতকরা বন্ধুদের সাহায্যে আটকে থাকা কাজ সম্পন্ন করবেন। তবে আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য থাকবে। ধর্মীয় কাজে অর্থ ব্যয় করবেন। এর ফলে আপনার কীর্তি বাড়বে। তবে নিজের স্বাস্থ্যের কারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে হবে। ছাত্রছাত্রীরা ভবিষ্যতের জন্য কোনও সুসংবাদ পাবেন। মা-বাবার স্নেহ ও আশীর্বাদ লাভ করবেন।
ভাগ্য সঙ্গে রাখতে করণীয়ঃ ভাগ্য ৮৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। অশ্বত্থ গাছে জল মিশ্রিত দুধ নিবেদন করুন।
বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope): বৃশ্চিক রাশির জাতকরা আজ আনন্দে সময় কাটাবেন। তবে এই হইহুল্লোড়ের কারণে নিজের ক্ষতি করে বসবেন না। এ কারণে নিজের কাজের ওপর নজর দিতে হবে বৃশ্চিক রাশির জাতকদের। ছাত্ররা ভবিষ্যৎ অনুযায়ী জরুরি স্কিল নির্বাচন করুন। দান-পুণ্য ও সামাজিক কাজে রুচি বাড়বে। অতীতের শুভ কাজের ফলে সুসংবাদ পাবেন। দুপুরের পর নতুন চুক্তি চূড়ান্ত হবে। এর ফলে ভবিষ্যৎ চিন্তাদূর হবে।
ভাগ্য সঙ্গে রাখতে করণীয়ঃ আজ ৯৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। মাছকে আটার গুলি খাওয়ান।
ধনু রাশিফল (Sagittarius Horoscope): ধনু রাশির জাতকরা নিজের গৃহস্থ জীবন ভালো করার জন্য বুদ্ধিমত্তা ও সংযমের সঙ্গে কাজ করুন। কোনও কারণে জীবনসঙ্গী রেগে যেতে পারে। তাঁর রাগ ভাঙানোর জন্য প্রচুর চেষ্টা করতে হবে। সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের কাছ থেকে অপ্রত্যাশিত সহযোগিতা লাভ করবেন, যার ফলে উৎসাহিত হবেন এই রাশির জাতকরা। আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলতে হবে। তা না-হলে ভবিষ্যতে সমস্যার মুখোমুখি হবেন।
ভাগ্য সঙ্গে রাখতে করণীয়ঃ ৮৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে। গায়ত্রী চালিসা পাঠ করুন।
মকর রাশিফল (Capricorn Horoscope): মকর রাশির জাতকদের আজকের দিনটি মিশ্র ফলাফল প্রদান করবে। নিজের পরিবারের আনন্দ নিশ্চিত করতে মনোনিবেশ করবেন। কর্মক্ষেত্রে যশ বৃদ্ধি হবে। আপনার মান-সম্মান বাড়বে। তবে এর জন্য অধিক পরিশ্রম করতে হবে মকর রাশির জাতকদের। ভাই-বোনের সঙ্গে সম্পর্ক মধুর হবে। জীবনসঙ্গীর সাহায্য ও উপহার পেতে পারেন। সরকারি চাকরিজীবীরা কার্যপ্রণালীতে কিছু পরিবর্তন করবে। ব্যবসায়ে আয়ের উৎস লাভ করবেন, এর ফলে আপনাদের আমদানি বাড়বে। রোজগারের জন্য যে চেষ্টা করবেন, তাতে সফল হবেন।
ভাগ্য সঙ্গে রাখতে করণীয়ঃ ভাগ্য আজ ৮৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। হনুমান চালিসা পাঠ করুন।
কুম্ভ রাশিফল (Aquarius Horoscope): কুম্ভ রাশির জাতকদের স্বভাব চঞ্চল থাকবে। সকলের সঙ্গে ভালোবাসাপূর্ণ ব্যবহার করবেন। এর পূর্ণ লাভ অর্জন করতে পারবেন কুম্ভ রাশির জাতকরা। চাকরিতে পদ-প্রতিষ্ঠা লাভ করবেন। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। আইনি মামলার শুনানি আপনার পক্ষে হবে। এর ফলে পরিবারের সদস্যরা আনন্দিত থাকবেন। চারদিকের কথায় অধিক মনোনিবেশ করবেন এই রাশির জাতকরা। অন্যকে বিরক্ত করে আনন্দিত হবেন। কেউ রেগে গেলেও আপনি সে বিষয়ে কিছু জানতে পারবেন না। সন্ধ্যাবেলা পরিবারের ছোট সদস্যদের সঙ্গে খেলাধুলো করে সময় কাটাবেন।
ভাগ্য সঙ্গে রাখতে করণীয়ঃ ৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। বিষ্ণুর আরাধনা করুন ও ঘিয়ের প্রদীপ জ্বালান।
মীন রাশিফল (Pisces Horoscope): মীন রাশির জাতকরা আজ কাজে মনোনিবেশ করতে পারবেন না। আনমনে সমস্ত কাজ মেটানোর চেষ্টা করবেন। দুপুরের পরের সময় আপনার জন্য অনুকূল। আয় বৃদ্ধির ফলে আনন্দিত হবে। ব্যবসায়ে গাম্ভীর্য বজায় রেখে কাজ করবেন, যা আপনাকে উন্নতির শিখরে পৌঁছে দেবে। নতুন ব্যবসা শুরুর জন্য দিন ভালো। জীবনসঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। স্বাস্থ্যের যত্ন নিন।
ভাগ্য সঙ্গে রাখতে করণীয়ঃ আজ ৭৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বিষ্ণু শতনাম স্তোত্র পাঠ করুন।