13yercelebration
ঢাকা

আজ থেকে কলকাতায় ‘কারফিউ’ জারি

নিউজ ডেস্ক
January 3, 2022 10:30 am
Link Copied!

ভারতে করোনা পরিস্থিতি ক্রমশই খারাফ হওয়ায় কঠোর বিধিনিষেধ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আজ থেকে পদে পদে বিধিনিষেধ মানতে হবে।

রোববার রাজ্য সরকার কিছু বিধিনিষেধ দিয়েছে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এসব বিধিনিষেধ কার্যকর থাকবে। এ বিধিনিষেধের আওতায় সোমবার থেকে কলকাতায় ‘কারফিউ’ জারি করা হয়। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোনো নির্দিষ্ট কারণ ও অনুমতি ছাড়া রাস্তায় বেরোনো যাবে না, ট্রেন বন্ধ হয়ে যাবে সন্ধ্যা সাতটার পর।

সরকারি-বেসরকারি সব অফিসে অর্ধেক কর্মী উপস্থিত থাকতে পারবেন। রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, কলকাতার মেট্রোরেল যত যাত্রী নিতে পারে, তার অর্ধেক নিতে পারবে। কোনো সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি মানুষকে আমন্ত্রণ জানানো যাবে না। সুইমিংপুল, সেলুন, বিউটি পারলার, ব্যায়ামাগার, পার্ক, চিড়িয়াখানা ইত্যাদি বন্ধ থাকবে।

http://www.anandalokfoundation.com/