13yercelebration
ঢাকা

অষ্টমবারের মতো ছয় ছক্কা দেখলো ক্রিকেট বিশ্ব, ইতিহাসে নিজের নাম লেখালেন লিও কার্টার

Brinda Chowdhury
January 5, 2020 4:30 pm
Link Copied!

স্যার গারফিল্ড সোবার্স, রবি শাস্ত্রী, হার্শেল গিবস, যুবরাজ সিং, অ্যালেক্স হেলস, রস হোয়াইটলি, হজরতউল্লাহ জাজাই’র পর ইতিহাসের পাতা নিজের নাম লেখালেন লিও কার্টার। অষ্টমবারের মতো ছয় ছক্কা দেখলো ক্রিকেট বিশ্ব।

১৯৬৮ সালে ইংল্যান্ডের প্রথম শ্রেণীর ক্রিকেটে নটিংহ্যামশায়ারের হয়ে প্রথমবারের মতো ওভারের প্রতিটি বলেই ছক্কা মেরে সবাইকে অবাক করে দেন স্যার গারফিল্ড সোবার্স। ওয়েস্ট ইন্ডিজের এই বাম-হাতি ব্যাটসম্যান গ্ল্যামরগনের স্পিনার ম্যালকম ন্যাশের ওভারের প্রতিটি বলই বাউন্ডারির ওপারে পাঠান। এই ঘটনার প্রায় ১৬ বছর পর ভারতের ঘরোয়া ক্রিকেটে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে।

মুম্বাইয়ের হয়ে ব্যাটিং অল-রাউন্ডার রবি শাস্ত্রী বারোদার স্পিনার তিলকরাজের ছয় বলে ছয় ছক্কা হাঁকান। এরপর পেরিয়ে যায় ২২ বছর। ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ছিল ওয়েস্ট ইন্ডিজ। চলছিল দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস ম্যাচ। ডান বোলার ড্যান ফন বাঙ্গির ওভারের প্রতিটি বলেই ছক্কা মারেন প্রোটিয়া ওপেনার হার্শেল গিবস। এবারই প্রথম রঙিন পোশাকে এই কীর্তি গড়তে দেখা গেল। যা আন্তর্জাতিক ক্রিকেটেও প্রথম। একই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ বসেছিল ইংল্যান্ডে। স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমে ভারতের ব্যাটসম্যান যুবরাজ সিং একই রেকর্ড গড়েন। পেসার স্টুয়ার্ট ব্রডের প্রতিটি বল সীমানার বাইরে পাঠান। যা সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথমবারের মতো দেখতে পায় ক্রিকেট বিশ্ব।

২০১৫ সালে অ্যালেক্স হেলসও ছয় ছক্কার রেকর্ড গড়েন। যদিও এই ইংলিশ ব্যাটসম্যানের কীর্তিটি অন্যদের থেকে আলাদা। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে ওয়ারউইকশায়ারের পেসার বয়েড র‌্যাংকিন ও স্পিনার আতিক জাভেদের বলে ছয় ছক্কা হাঁকিয়েছেন হেলস। র‌্যাংকিনের ওভারের শেষ তিন বলে টানা তিন ছয় মারেন নটিংহ্যামশায়ারের এই ব্যাটসম্যান। পরের ওভার করতে আসেন আতিক। দ্বিতীয় বলে স্ট্রাইক পেয়েই তিন বলে তিন ছক্কা মেরে রেকর্ড গড়েন হেলস। দুই বছর পর আবারও ইংলিশ এক ব্যাটসম্যান ছয় ছক্কার কীর্তি গড়েন। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ২০১৭ এ উস্টারশায়ার ব্যাটসম্যান রস হোয়াইটলি ইয়র্কশায়ারের স্পিনার কার্ল কারভারের ওভারের প্রতিটি বলই মেরে মাঠ পার করেছেন।

২০১৮ সালে আফগানিস্তান প্রিমিয়ার লিগে কাবুল জাওয়ানসের হয়ে অংশ নেন হজরতউল্লাহ জাজাই। বালখ লিজেন্ডসের স্পিনার আবদুল্লাহ মাজারির ওভারের প্রতিটি বলেই ছয় বলে ছয় ছক্কা মারেন এই আফগান ওপেনার। সবশেষ রোববার ৫ জানুয়ারি নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগ সুপার স্ম্যাশে ছয় ছক্কা দেখতে পেলো ক্রিকেট বিশ্ব। নর্দান নাইটসের বোলার এনটন ডেভচিচের ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছেন কান্টারবুরির হয়ে খেলতে নামা কিউই ব্যাটসম্যান লিও কার্টার।

http://www.anandalokfoundation.com/