13yercelebration
ঢাকা

অন্যের সাহায্য ছাড়া পদ্মাসেতু নির্মাণ দেশের সক্ষমতার প্রমাণ-পরিবেশ মন্ত্রী

Brinda Chowdhury
December 17, 2020 8:39 pm
Link Copied!

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, বর্তমান সরকারের আমলেই দেশের সার্বিক উন্নয়ন হয়। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন সর্বোচ্চ ৪২ বিলিয়ন মার্কিন ডলার। অন্যের সাহায্য ছাড়া পদ্মাসেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন দেশের সক্ষমতা।

আজ মৌলভীবাজার জেলার বড়লেখার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদ পরিষদ প্রাঙ্গণে বড়লেখা উপজেলায় শীতার্তদের মাঝে ৫ হাজার কম্বল বিতরণের সমাপনী দিনে ৩৫০ জনের মাঝে কম্বল বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশ মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আর দরিদ্র দেশ নয়। দেশে মেট্রোরেল, নদীর নিচের টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণসহ অনেক কিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে।  সরকারের সুযোগ্য পরিচালনায় দেশ এখন মধ্যম আয়ের দেশ, উন্নয়নশীল দেশ। কৃষক, শ্রমিক, জেলে, প্রতিবন্ধী, বীর মুক্তিযোদ্ধাসহ সমাজের সকল শ্রেণির মানুষের উন্নয়ন হচ্ছে। মন্ত্রী এসময় মাধবকুণ্ডে কেবল কার স্থাপনসহ স্থানীয় বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বিষয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনাম উদ্দিন

http://www.anandalokfoundation.com/